নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট, ২০১৬ ০০:৩৮

নারীর পেট থেকে ব্যবসায়ীর ছিনতাই হওয়া দেড় লক্ষাধিক টাকা উদ্ধার, আটক ২

সিলেট নগরীর বালুচরের গোপালটিলা এলাকায় ব্যবসায়ীর ছিনতাই হওয়া ৬ লাখ টাকার মধ্যে নগদ ১ লাখ ৬০ হাজার টাকা উদ্ধার করেছে শাহপরান থানা পুলিশ।

এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল সহ দু’জনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টায়  বালুচর থেকে বেলাল উরফে পিংলা বেলালকে এবং উপশহর থেকে সেলিম উরফে বটলা সেলিমকে আটক করে শাহপরান থানা পুলিশ। বেলালের কাছ থেকে তথ্য পেয়ে তার বাসায় অভিযান চালিয়ে  বেলালের স্ত্রীর পেটের মধ্যে বাধা অবস্থায়  নগদ ১ লাখ ৬০ হাজার টাকা পায় পুলিশ। অভিযানের সময় বেলালের স্ত্রীর পেট ফুলা দেখে পুলিশের সন্দেহ হলে তিনি নিজেকে গর্ভবতী দাবি করেন। পরে মহিলা পুলিশ এনে তল্লাশি চালালে পেটের মধ্যে বাধা তলেতে ১ লাখ ৬০ হাজার টাকা পাওয়া যায়।

শাহপরান থানা পুলিশ তাদের আটকের বিষয়টি স্বীকার করেছেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বেলা ২টার দিকে এমসি কলেজের মাঠের কাছাকাছি  গোপালটিলাতে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। শহরতলির খাদিমপাড়ার আবু তাহের ওয়ান ব্যাংক ইসলামপুর শাখা থেকে তিনি ৬ লাখ টাকা তুলে নগরীর জেলরোডের দিকে আসছিলেন।

আবু তাহের টাকা উদ্ধারের বিষয়টি সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে স্বীকার করেছেন।  

আপনার মন্তব্য

আলোচিত