বড়লেখা প্রতিনিধি

০৩ সেপ্টেম্বর, ২০১৬ ২০:৫৮

বড়লেখায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সভা অনুষ্ঠিত

সারাদেশের ন্যায় শনিবার (৩ সেপ্টেম্বর) মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় স্কুল, কলেজ ও মাদ্রাসায় জঙ্গি ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী কর্মসূচীর অংশ হিসেবে এই কর্মসূচী পালন করা হয়। এই সময় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলার বড়লেখা ডিগ্রি কলেজ, নারীশিক্ষা একাডেমী ডিগ্রি কলেজ, এবাদুর রহমান চৌধুরী টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, পিসি মডেল উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, আরকে লাইসিয়াম স্কুল, কাঁঠালতলী উচ্চ বিদ্যালয়, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়, মাইজগ্রাম উচ্চ বিদ্যালয়, দাসেরবাজার উচ্চ বিদ্যালয়, ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়, কেছরিগুল উচ্চ বিদ্যালয়, মুড়াউল উচ্চ বিদ্যালয়, হাকালুকি উচ্চ বিদ্যালয়, বড়লেখা মোহাম্মদীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, গাংকুল সিনিয়র ডিগ্রি মাদ্রাসা, পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসা, বড়লেখা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, বড়লেখা ইন্টারন্যাশনাল স্কুল, শিশুশিক্ষা একাডেমীসহ উপজেলার অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এ কর্মসূচি পালন করা হয়।

বড়লেখা পিসি মডেল উচ্চ বিদ্যালয়: সকালে ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দরের সভাপতিত্বে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও  গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, থানার ওসি (তদন্তু) আকবর হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, প্রেসক্লাব সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, আব্দুল মালিক ঝুনু প্রমুখ।

বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়: ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিনের সভাপতিত্বে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও  গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আশুতোষ চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ প্রমুখ।

মুড়াউল উচ্চ বিদ্যালয়: বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, প্রধান শিক্ষক প্রণয় কুমার শীল, বাংলাদেশ মানবাধিকার কমিশন বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, এডভোকেট রঞ্জু দেব নাথ, আব্দুল আহাদ, রিয়াজ উদ্দিন, ইউপি সদস্য আসিক উদ্দিন, শিক্ষক শুক্লব দে, মিকন দাস, ফখর উদ্দিন প্রমুখ।

মাইজগ্রাম উচ্চ বিদ্যালয়: আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, ইউপি সদস্য ইমাম উদ্দিন হিফজুর, শিক্ষক দুলাল উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, ছাত্রলীগ নেতা মিছবাহ উদ্দিন মাছুম প্রমুখ।

কাঁঠালতলী উচ্চ বিদ্যালয়: বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্মৃতি কুমার সিংহ, সহকারী শিক্ষক আব্দুল মন্নান, শফিকুর রহমান, নুরুল ইসলাম, বদরুল ইসলাম, নিরঞ্জন চন্দ্র নাথ, আওয়ামীলীগ নেতা গোলজার আহমদ, প্রবাসী আতিকুর রহমান, অভিভাবক সদস্য আলতাফ হোসেন, এখলাছুর রহমান, আব্দুল মতিন, মোশাহিদ আহমদ, শিক্ষক আরিফুর রহমান প্রমুখ।

বড়লেখা ডিগ্রি কলেজ: প্রভাষক জসিম উদ্দিনের উপস্থাপনায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্তী, থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, নুরুল ইসলাম বাহার, উপাধ্যক্ষ সুভাষ চন্দ্র দেব নাথ, সহকারী অধ্যাপক বিধান চন্দ্র দাস, নিয়াজ উদ্দীন, সাংবাদিক সুলতান আহমদ খলিল, উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, কলেজ সভাপতি ইমরান হোসেন, শিক্ষার্থী শিরিন আক্তার প্রমুখ।

এবাদুর রহমান চৌধুরী টেকনিক্যাল কলেজ: প্রভাষক মামুনুর রশীদের পরিচালনায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ বুদ্ধদেব দাস গুপ্ত, প্রভাষক বদরুল ইসলাম মনু, শিক্ষক আব্দুস শহীদ, সন্দীপ পুরকায়স্থ, আলী আছকর, আবির আহমদ, শিক্ষার্থী সামাদ আহমদ, রিপন আহমদ প্রমুখ। 

পরগনাহী দৌলতপুর সিনিয়র মাদ্রাসা: মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও একেএমএ শাকুরের সভাপতিত্বে ও প্রভাষক মনিজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে টেলিকন্ফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী এডভোকেট এবাদুর রহমান চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাও আব্দুল গফফার, সহকারী অধ্যাপক হাফিজ মাও লুৎফুর রহমান, আরবী প্রভাষক মাও মিছবাহ উদ্দিন, প্রবীন শিক্ষক ফয়জুল হক, ইউপি সদস্য শামীম উদ্দিন, গভর্নিং বডির সদস্য সাংবাদিক কাজী রমিজ উদ্দিন, সমাজসেবক ইমরান হোসেন বাবু, হাজী ইলিয়াছ আলী, হাজী আব্দুল আহাদ নুর, শিক্ষার্থী আল আমীন, দেলওয়ার হোসেন, সামছুদ্দীন মনজু প্রমুখ।

এসকল অনুষ্ঠানে সারাদেশে জঙ্গি ও সন্ত্রাসী হামলা প্রতিবাদে এবং এর বিরুদ্ধে করনীয় সম্পর্কে আলোচনা করা হয়। বক্তারা তাদের বক্তব্যে বলেন, যারা এই সব কর্মকা- পরিচালনা করেন এবং যারা এইসব কাজে জড়িত তারা দেশ ও জাতির শত্রু, তারা দেশদ্রোহী।

আপনার মন্তব্য

আলোচিত