শ্রীমঙ্গল প্রতিনিধি

০৯ অক্টোবর, ২০১৬ ১৬:১৪

শ্রীমঙ্গলে মহাঅষ্টমী ও কুমারী পূজা পালিত

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে মহাঅষ্ঠমী ও কুমারী পূজা।

মৌলভীবাজার জেলার একমাত্র কুমারী পূজা শ্রীমঙ্গলের রঘুনাথপুর কালীবাড়িতে রোববার (৯ অক্টোবর) দুপুর ১.৩০ মিনিটে শুরু হয়ে হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে এই সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এম.পি, , সহকারী কমিশনার (ভূমি) বিশ্বজিৎ কুমার পাল, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাহবুবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।

শ্রী শ্রী দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তম্যাদি কল্পারম্ভের মধ্য দিয়ে শনিবার শেষ হয়েছে সপ্তমী পূজা। আর রোববার হচ্ছে মহাঅষ্টমী ও কুমারী পূজা।

শ্রীমঙ্গলের রঘুনাথপুর কালীবাড়িতে অষ্টমী পূজা অনুষ্ঠিত হয় সকাল ৬ টা ৩ মিনিটে। কুমারী পূজা অনুষ্ঠিত হয় দুপুর ১.৩০ মিনিটে। সন্ধিপূজা আরম্ভ হবে বিকেল ৫ টা ৩৯ মিনিটে এবং শেষ হবে ৬টা ২৭ মিনিটের মধ্যে।

মহা অষ্টমীর মূল আকর্ষণ হল এই কুমারী পূজা।

আপনার মন্তব্য

আলোচিত