নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর, ২০১৬ ২০:৩২

সম্মেলনে গান শোনালেন, কাঁদলেন কামরান

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশনে বক্তব্য দিতে মঞ্চে উঠে কেঁদে ফেলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান।

রোববার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সম্মেলনের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। ‘যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই...’ গান গেয়ে মঞ্চে ওঠেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক এই মেয়র।

এ সময় অধিবেশনে উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন। একপর্যায়ে কামরানের দুই চোখ দিয়ে অশ্রু ঝরে।

এদিকে অধিবেশনের দ্বিতীয় দিন শেখ হাসিনা তার বক্তব্য বলেন, ‘আমি থাকতে থাকতে নতুন নেতৃত্ব আনুন। আমি চাই, আমি বেঁচে থাকতেই নতুন নেতা নির্বাচন করে দলকে শক্তিশালী করতে।’

তার বক্তব্যের পর কাউন্সিলররা সাংগঠনিক রিপোর্ট পেশ করেন। শুরুতে রাজশাহী, ময়মনসিংহ, সুনামগঞ্জ, ঝালকাঠি ও টাঙ্গাইল থেকে আসা কাউন্সিলররা বক্তব্য দেন।

অধিবেশনে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘আপনাকে সভাপতির পদে থাকতে হবে। বয়সের অজুহাত দিতে পারবেন না। আপনার বয়স আপনি ৭০ বললেও আমরা মনে করি ৩০। তাই আপনি এ পদে অনেক দিন থাকতে পারবেন।’

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসতে হাসতে বলেন, ‘নুরুদ্দিন তুমি কিন্তু মাইর খাবা, তুমি থামো।

আপনার মন্তব্য

আলোচিত