বানিয়াচং প্রতিনিধি

১১ এপ্রিল, ২০১৭ ২০:৪৪

বানিয়াচংয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

বানিয়াচংয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ২০৯ জন কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের আয়োজনে স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে ও শান্তিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানাউল হক রুবেলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নূর-এ আলম, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা, প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম সিদ্দিকী, অধ্যক্ষ আব্দাল হোসেন খান, প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায়। সংবর্ধনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান।

সংবর্ধনা সভায় ৩নং ইউনিয়নের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান পুরানবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জেলার শ্রেষ্ঠ শিক্ষক মোছাব্বির হোসেন ও শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার আব্দাল হোসেন খানকে বিশেষ সম্মাননা স্মারক দেয়া হয়।

সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব কবির মিয়া, শিক্ষক আব্দুর রউফ, আব্দুল কাইয়ুম, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেল, অভিভাবক কাজল চ্যাটার্জি, লাভলী রানী দাশ, কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আনতারা তাসনিম তিন্নি, আনিকা তাহসিন সামিয়া, সাদিয়া মেহজাবিন, সিয়ামা খাতুন ও হৃষিকা দাশ কিশোরী।

ইউপি সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন ধনমিয়া, মাহমুদ আখঞ্জি, সাহেদ মিয়া, সুমন আখঞ্জি। সংবর্ধনা সভায় এলাকার মুরুব্বি, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত