
০৭ মে, ২০১৫ ২০:০২
দীর্ঘদিন কারাভোগের পর জামিন নিয়ে বের হবার সময় কারা ফটক থেকেই অন্য আরেক মামলায় ফের গ্রেফতার হলেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর সিলেট মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরকে ফের গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে মহানগর জামায়াতের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, বুধবার কোতয়ালী থানা জিআর নং-২৮৮/১৪ মামলায় আদালত থেকে জামিন লাভ করেন অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। জামিনের কপি কারাগারে পৌঁছার পর বুধবার সন্ধ্যায় তাকে মুক্তি দিতে কারাফটকে নিয়ে আসা হলেও সেখান থেকেই আবার ফিরিয়ে নেয়া হয়। পরবর্তীতে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় তাকে মুক্তি দেয়ার প্রস্তুতি নিয়ে কারাফটকে নিয়ে আসা হয়। কিন্তু সেই সময়ে তাকে মুক্তি না দিয়ে বিমানন্দর থানা জিআর নং-১১/১৫ মামলায় আসামি দেখিয়ে তাকে পুনরায় গ্রেপ্তার দেখানো হয়।
তবে জুবায়েরকে ফের গ্রেপ্তার করা হয়েছে কি না জানার জন্য সিলেট জেলা সিনিয়র জেলা সুপার কামাল হোসেনের সঙ্গে বার বার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
আপনার মন্তব্য