
০৮ মে, ২০১৫ ১৪:৩৪
সিলেট নগরীর দর্শনদেউরীতে ট্রাক চাপায় এক রিকসা চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন এই রিকসার দুই নারী আরোহী। তাদেরকে ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। আজ সকাল সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় উত্তেজিত জনতা ট্রাক ভাংচুর করে। নিহত রিকসা চালকের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দর্শনদেউড়িতে বেপরোয়া গতির ট্রাকটি চলন্ত রিকসাকে চাপা দিলে দুমড়েমুচড়ে যায় রিকসাটি। এসময় রিকসা চালক ট্রাকের তলায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এতে আহত হন আরো দুই নারী। পরে পুলিশ এসে লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেলের মর্গে পাঠায় ও ট্রাক চলককে আটক করে।
বিকেল ৫ টা পর্যন্ত সিলেট নগরে ট্রাক চলাচল নিষিদ্ধ থাকার পরও এ দুঘটনার ঘটনায় পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করেছেন উত্তেজিত জনতা।
সিলেট কোতয়ালী থানার ওসি সোহেল আহমদ বলেন, ট্রাক চালককে আটক করা হয়েছে। এখন থেকে নগরে ট্রাক প্রবেশে কড়াকড়ি আরোপ করা হবে বলেও জানান তিনি।
আপনার মন্তব্য