নিজস্ব প্রতিবেদক

২৩ জুলাই, ২০১৭ ১৫:১৪

সিলেটে ৮ কলেজের সবাই পাস

এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে ৮ টি কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। গতবছরের চাইতে এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। গত বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫ টি।

রোববার প্রকাশিত ফলাফল বিশ্লেষণী করে দেখা যায়, এবছর ২৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৫ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে পাস করে ৪৬ হাজার ৭৯৭ জন। তবে শতভাগ পাস করা স্কুলের সংখ্যা কমলেও কেউ পাস করেনি এমন প্রতিষ্ঠান নেই এবারও।

২০১৬ সালে সিলেট বোর্ডে শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫টি, ২০১৫ সালে ছিল ১৩টি, ২০১৪ সালে ছিল ১০টি এবং ২০১৩ সালে ছিল ০৮টি।

উল্লেখ্য, সিলেট শিক্ষা বোর্ডের অধিনে এবারের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৭২ শতাংশ। যা গতবারের থেকে ৩ দশমিক ৪১ শতাংশ বেশি। গতবারে পাসের হার ছিলো ৬৮ দশমিক ৫৯ শতাংশ।

গতবারের পাসের হাসের সূচক কিছুটা বাড়লেও এবার কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। এবছর জিপিএ-৫ পেয়েছে মোট ৭০০ জন শিক্ষার্থী।

আপনার মন্তব্য

আলোচিত