সংবাদ বিজ্ঞপ্তি

১১ আগস্ট, ২০১৭ ০৯:৪৩

বৃক্ষরোপণকে উৎসাহিত করতে ‘গ্রিন প্লান সিলেট’

বৃক্ষরোপণকে উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের একঝাঁক উদ্যমী যুবক ও তরুণদের নিয়ে আত্মপ্রকাশ ঘটল ‘গ্রিন প্লান সিলেট’-এর নামের একটি সংগঠনের।

সিলেট নগরীর লালদিঘী নতুন মার্কেটস্থ অস্থায়ী কার্যালয়ে সম্প্রতি ‘গ্রিন প্লান সিলেটের’ নতুন কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লেখক ও ব্যাংকার মোশতাক চৌধুরীর সভাপতিত্বে ও মো. আলমগীর চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মাসিক প্রকাশ ও টেংরা বার্তা সম্পাদক মো. শাহিন উদ্দিন, শিক্ষক ও বাফুফে রেফারী জাহেদ হোসাইন রাহিন, মাসিক প্রতিভাত সম্পাদক এম আলী হোসাইন, অনুপ্রাণন সম্পাদক মো. নাসির উদ্দিন, এখলাছুর রহমান নাহিদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে মোশতাক চৌধুরী বলেন, আমরা সিলেটের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ফলজ বৃক্ষ রোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করার পাশাপাশি সুস্থ স্বাস্থ্য গঠনে সহায়ক ভূমিকা রাখবো। এ বিষয়ে স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে আমাদের সংগঠন নিরলস কাজ করে যাবে।

আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে মো. মোশতাক চৌধুরীকে চেয়ারম্যান ও এম আলী হোসাইন-কে সেক্রেটারি করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটিতে অন্যান্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান মো. শাহিন উদ্দিন, ভাইস চেয়ারম্যান সাংবাদিক মনজুর আহমদ, জয়েন সেক্রেটারি মো. আলমগীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাহেদ হোসাইন রাহিন, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান, অর্থ সম্পাদক মো. নাসির উদ্দিন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. এখলাছুর রহমান নাহিদ, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, নির্বাহী সদস্য-কবি এখলাছ উর রহমান এখলাছ, সাংবাদিক শাহিন আহমদ, শহিদুল ইসলাম লিটন।

আপনার মন্তব্য

আলোচিত