নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট, ২০১৭ ১৫:৪৬

১০ বছরে সিসিকের রাজস্ব আয় বেড়েছে সাড়ে ৩ গুণ

গত দশ বছরে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)-এর রাজস্ব আয় বেড়েছে প্রায় সাড়ে ৩ গুণ। ২০০৭-০৮ অর্থবছরে সিসিকের রাজস্ব আয় ছিলো ১২ কোটি ৮৩ লাখ ২৬ হাজার ৩৯ টাকা। আর সর্বশেষ ২০১৬-১৭ অর্থ বছরে আয় হয়েছে ৪১ কোটি ৮২ লাখ ৩৯ হাজার ৪৫৬ টাকা।

বৃহস্পতিবার দুপুরে নতুন অর্থবছরের জন্য প্রণীত বাজেট উপস্থাপনকালে এ তথ্য জানান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। রাজস্ব আয় বৃদ্ধির চিত্র তুলে ধরে মেয়র বলেন, 'ব্যবস্থাপনা স্বচ্ছ ও ত্রুটিমুক্ত হলে নাগরিকরা রাজস্ব পরিশোধে মোটেই কার্পন্য করেন না।'

বাজেট বক্তৃতায় গত ১০ বছরের রাজস্ব আয়ের চিত্র তুলে ধরেন মেয়র। এতে দেখা যায়- ২০০৭-০৮ অর্থবছরে সিসিকের রাজস্ব আয় ছিলো ১২ কোটি ৮৩ লাখ ২৬ হাজার ৩৯ টাকা, ২০০৮-০৯ অর্থবছরে, ১৩ কোটি ৩৭ লাখ ৯৮ হাজার ৩১০ টাকা, ২০০৯-১০ অর্থবছরে ১৪ কোটি ৮৪ লাখ ৩ হাজার ১০৯ টাকা, ২০১০-১১ অর্থবছরে ১৭ কোটি ৪ লাখ ২৮ হাজার ৩৮৩ টাকা, ২০১১-১২ অর্থবছরে ১৯ কোটি ২ লাখ ৬৫ হাজার ৭৭২ টাকা, ২০১২-১৩ অর্থবছরে ১৭ কোটি ৩৫ লাখ ২৬৭ টাকা, ২০১৩-১৪ অর্থ বছরে ৩৩ কোটি ২১ লাখ ৯৪ হাজার ১২৪ টাকা, ২০১৪-১৫ অর্থবছরে ৩২ কোটি ১৩ লাখ ৪০ হাজার ২৮০ টাকা, ২০১৫-১৬ অর্থবছরে ৩৭ কোটি ৪২ লাখ ২৩০ টাকা এবং ২০১৬-১৭ অর্থ বছরে আয় হয়েছে ৪১ কোটি ৮২ লাখ ৩৯ হাজার ৪৫৬ টাকা।

বাজেট বক্তৃতায় মেয়র আশা প্রকাশ করেন, নগরবাসী আবাসন করসহ অন্যান্য বকেয়া পাওনা পরিশোধ করলে চলতি অর্থবছরে সিটি করপোরেশনের নিজস্ব খাতে সর্বমোট ৮৩ কোটি ১৭ লাখ ৭৮ হাজার টাকা আয় হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট সিটি করপোরশেনরে ২০১৭-২০১৮ অর্থবছরের জন্য ৪৯৩ কোটি ১৫ লক্ষ ৪৩ হাজার টাকার বাজেট ঘোষণা করেন।

আপনার মন্তব্য

আলোচিত