বড়লেখা প্রতিনিধি

১৭ আগস্ট, ২০১৭ ১৮:৪৮

বড়লেখায় সড়ক দুর্ঘটনারোধে উদ্বুদ্ধকরণ সভা

মৌলভীবাজারের বড়লেখায় সড়ক দুর্ঘটনারোধে সচেতনতা ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বড়লেখা পৌর মিলনায়তনে সিএনজিচালিত অটোরিকশাচালকদের নিয়ে এ সভার আয়োজন করে পুলিশের বড়লেখা ট্রাফিক শাখা। এতে সভাপতিত্ব করেন ট্রাফিক পরিদর্শক রফিকুল ইসলাম লিটন।

পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর, সাংবাদিক আব্দুর রব, ট্রাফিক শাখার উপ-পরিদর্শক সাইদুল ইসলাম, উপ-সহকারি পরিদর্শক ফেরদৌস আলম, শ্রমিক নেতা সাইফুর রহমান খলকু, অটোরিকশা শ্রমিক ইউনিয়ন বড়লেখার সভাপতি আব্দুল আহিদ, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক লাল মিয়া, সুমন আহমদ, শ্রমিক নেতা বাবুল আহমদ, উস্তার আলী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত