সিলেটটুডে ডেস্ক

০১ সেপ্টেম্বর, ২০১৭ ১৭:২৯

কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন সিলেট মহানগর বিএনপির

বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)-এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সিলেট মহানগর বিএনপি। বৃস্পতিবার রাত ঠিক বারোটা এক মিনিটে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন’র তাঁতীপাড়াস্থ বাস ভবনে কেক কেটে দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪০ বছরে পদার্পণকল্পে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি এডভোকেট ফয়জুর রহমান জাহেদ, হুমায়ুন কবির শাহীন, সালেহ আহমদ খসরু, মুফতি বদরুন নূর শায়েক, যুগ্ম সম্পাদক কাউন্সিলর দিনার খান হাসু, এডভোকেট আতিকুর রহমান শাবু, আলী হোসেন বাচ্চু, কোষাধ্যক্ষ এডভোকেট আবুল ফজল, সাংগঠনিক সম্পাদক মুকুল আহমদ মোর্শেদ, মাহবুব চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক মির্জা বেলায়েত হোসেন লিটন, শ্রমবিষয়ক সম্পাদক ইউনূস মিয়া, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. আশরাফ আলী, পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক সুহাদুর রব চৌধুরী, পরিবহন বিষয়ক সম্পাদক জাকির হোসেন তালুকদার, মানবাধিকার বিষয়ক সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল কালাম, সমবায় বিষয়ক সম্পাদক মামুনুর রহমান মামুন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান পুতুল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আকতার হোসেন ভুইয়া মিন্টু, উপ কোষাধ্যক্ষ শেখ মুহাম্মদ ইলিয়াস, সহ দপ্তর সম্পাদক লোকমান আহমদ, সহ তথ্য-গবেষণা সম্পাদক আমিনুর রহমান খোকন, সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক খোকন ইসলাম, সহ গণশিক্ষা সম্পাদক আলী হায়দার মজনু, সহ ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম মল্লিক, সহ শিশু বিষয়ক সম্পাদক মঈন উদ্দিন, সহ শিল্প বিষয়ক সম্পাদক নজীর হোসেন, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ্র, সহ সাংস্কৃতিক সম্পাদক কয়েস আহমদ সাগর। মহানগর বিএনপির সদস্য- মোতাহির আলী মাখন, এম. মখলিস খান, আরিফ আহমদ, দেলোয়ার হোসেন রানা, সাব্বির আহমদ, রিহাদুল হাসান রুহেল, শামীম আহমদ, মানিকুে রহমান মানিক।

 যুব দল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রায়হান আহমদ, বাপ্পি, বাবুল আহমদ, ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি রায়হান আহমদ, বেলায়েত হোসেন মোহন, সাবেক যুগ্ম সম্পাদক জুবের আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি সোহেল মাহমুদ, সহ সভাপতি নজরুল ইসলাম, আবু হানিফ, মহানগর ছাত্রদলের সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক আলী আকবর রাজন প্রমুখ।

সভাপতির বক্তব্যে নাসিম হোসাইন বলেন, জাতীয়তাবাদী দল বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রের পুনরুদ্ধারে আপোসহীন ভূমিকা পালন করে যাচ্ছে । এরই ধারাবাহিকতায় দেশের জন্য জাতীয়তাবাদী শক্তিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশে ঈদের পর থেকেই নেতাকর্মীকে আরো বেশি সক্রিয় হয়ে গণতন্ত্র পূর্ণরুদ্ধারে কাজ করে যেতে হবে। দেশকে এগিয়ে নিতে সমৃদ্ধশীল ও উন্নতির জন্য বিএনপি কে আবারো ক্ষমতায় নিয়ে আসার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রতিষ্ঠাবাষির্কী ২ দিনের কর্মসূচির অংশ হিসেবে আগমী ৬ সেপ্টম্বের (বুধবার) সকাল ১০ ঘটিকার সময় সিলেট নগরীর দরগাহগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে আলোচনা সভায় অনুষ্ঠিত হবে। আলোচনা পরবর্তী নগরীতে প্রতিষ্ঠাবাষির্কী বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হবে।

উক্ত আলোচনা সভা ও র‌্যালীতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদলসহ অঙ্গসহযোগি সংগঠনের সর্বস্থরের নেতাকর্মীদের যথাসময় উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

আপনার মন্তব্য

আলোচিত