ওসমানীনগর প্রতিনিধি

১৬ সেপ্টেম্বর, ২০১৭ ০১:৪৩

ওসমানীনগরে নির্যাতনের অভিযোগে ছেলেকে পুলিশে দিলেন বাবা

সিলেটের ওসমানীনগরে সাখাওয়াত জাকির আলী (৩৫) নামের এক ছেলের নির্যাতন সইতে না পেরে তাকে পুলিশে দিয়েছেন এক অসহায় বাবা। গত বৃহস্পতিবার মধ্য রাতে ওসমানীনগর থানা পুলিশের জাকিরকে তুলে দেন তার বাবা শওকত আলী।

শওকত আলী উপজেলার তাজপুর ইউপির দক্ষিণ তাজপুর গ্রামের বাসিন্দা। শুক্রবার সকালে ওসমানীনগর থানা পুলিশ জাকিরকে জেল হাজতে প্রেরণ করেছে।

পুলিশ ও জাকিরের পারিবারিক সূত্রে জানাযায়, উপজেলার দক্ষিণ তাজপুর গ্রামের শওকত আলীর ছেলে জাকিরের বৌকে নিয়ে গত কয়েক দিন ধরে তার পিতা শওকত আলী সহ পরিবারের সদস্যদের সাথে ঝামেলা চলছিল। গত বৃহস্পতিবার রাতে সে বিষয়টি নিয়ে জাকির তার পিতাকে গালিগালাজ সহ নির্যাতন করলে পিতা শওকত আলী অতিষ্ট হয়ে পুলিশের কাছে অভিযোগ করলে রাত সাড়ে ১২টার দিকে ওসমানীনগর থানা পুলিশ জাকিরকে আটক করে থানায় নিয়ে যায়।

জাকিরের পিতা শওকত আলী বলেন, ছেলে জাকিরের ব্যবহারে অতিষ্ট হয়ে তাকে পুশিরে হাতে তুলে দিয়েছি।

ওসমানীগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা বাবা কর্তৃক ছেলেকে পুলিশে হাতে তুলে দেয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার জাকিরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত