নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর, ২০১৭ ১৯:৩৩

সিলেটে পূজামণ্ডপে ব্যাগ না নেওয়া ও পটকা না ফাটানোর আহ্বান পুলিশের

দুর্গাপূজায় পূজামণ্ডপগুলোতে ব্যাগ, থলে, পোটলা, সুটকেস, টিফিন ক্যারিয়ার বা এ জাতীয় দ্রব্য না নেওয়া ও আতশবাজি ও পটকা ফাটিয়ে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

দুর্গাপূজা উপলক্ষ্যে এসএমপির পক্ষ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়-

শারদীয় দুর্গা পূজা আয়োজক কর্তৃপক্ষকে নিজস্ব স্বেচ্ছাসেবক/নিরাপত্তাকর্মী নিয়োগ করে অনুষ্ঠানস্থলের সার্বিক  শৃঙ্খলা রক্ষা ও অনাকাক্সিক্ষত ব্যক্তি/বস্তু সম্পর্কে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করা হলো। প্রয়োজনে  নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী  বাহিনীর সহায়তা নিন।

পূজা মন্ডপে ব্যাগ, থলে, পোটলা, সুটকেস, টিফিন ক্যারিয়ার বা এ জাতীয় কোন বস্তু বহনকে নিরুৎসাহিত করা হলো।

পূজা মন্ডপের আশেপাশে কোন ফেরিওয়ালা, বাদাম, চানাচুর বিক্রেতা বা ছদ্মবেশী কোন হকার, অজ্ঞান পার্টি, মলম পার্টি হতে সর্তক থাকার জন্য অনুরোধ করা হলো

সিএনজি বা রিক্সায় যৌথভাবে ভ্রমনের ক্ষেত্রে আরো সর্তক হোন কারন আপনার পাশের লোকটি আপনার বিরক্তি বা অস্বস্তির কারন হতে পারে।

যানবাহন বা পথচারী চলাচলে বিঘœ সৃষ্টি হলে ট্রাফিক পুলিশকে অবহিত করুন।

ব্যক্তিগত প্রয়োজনে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য বিনীত অনুরোধ করা হলো।

রাস্তা ব্যবহারে সর্তক থাকুন, প্রয়োজনে সিলেট মেট্টোপলিটন পুলিশের সহায়তা নিন।

সিলেট মহানগর এলাকায় কোন ধরণের আতশবাজি, পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা যাবে না।

দলগতভাবে মোটর সাইকেল চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি বা যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।

খোলা ট্রাকে বাদ্যযন্ত্র বা সাউন্ড বক্স নিয়ে শহরে প্রবেশ করা যাবে না  এবং কোন ধরণের রং ছিটানো যাবে না।

আযান ও নামাজের সময় সাউন্ড সিস্টেম বাজিয়ে উচ্চ স্বরে শব্দ সৃষ্টি করা যাবে না ।

দুর্গা পুজা আয়োজনকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োজনীয় ক্ষেত্রে সিসিটিভি স্থাপন/ ভিডিও চিত্র ধারণ এর  ব্যবস্থা গ্রহন করতে অনুরোধ করা হলো।

 পূজা মন্ডপের পাশে অগ্নিনির্বাপন  যন্ত্রের ব্যবস্থা রাখুন এবং প্রয়োজনে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের নম্বর ০১৭৩০৩৩৬৬৪৪ এর সাথে যোগাযোগ করুন।

আপনার মন্তব্য

আলোচিত