মৌলভীবাজার প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর, ২০১৭ ১৯:১৩

ঝুঁকিপূর্ণ পূজা মণ্ডপে নিরাপত্তা দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: এসপি শাহজালাল

মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ শাহজালাল বলেছেন, শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার জন্য জেলার সাত উপজেলার পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে যা ইতোমধ্যে শুরু হয়ে গেছে।

রোববার (২৪ সেপ্টেম্বর)  দুপুরে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপত্তা সেবা নিয়ে কুলাউড়া পূজা উদযাপন পরিষদের উদ্যোগে উপজেলা জনমিলন কেন্দ্রে এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

তিনি আরো বলেন, দুর্গাপূজার নিরাপত্তা দিতে পুরো জেলায় প্রায় ৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য প্রস্তুত রয়েছে। বিশেষ করে কাদিপুর ইউপি ও কুলাউড়া উপজেলার বৃহৎ পূজা মণ্ডপে অতিরিক্ত নিরাপত্তা ও সিসি ক্যামেরার আওতায় আনা হবে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দুর সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক নির্ময়ালৈ মিত্র সুমনের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মো. গোলাম রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফ, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সিলেটের সভাপতি অধ্যাপক ডা. রুকন উদ্দিন আহমেদ, পৌর মেয়র শফি আলম ইউনুছ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শামীম মূসা, পূজা উদযাপন পরিষদের জেলা কমিটির সহ সভাপতি বাবু অসিত দেব প্রমুখ।

এছাড়াও মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন, উপজেলা আ.লীগের সদস্য অজয় দাস, বরমচাল পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রত্নময় দেব, ব্রাহ্মণবাজার ইউনিয়ন পূজা পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্ড সরমা, টিলাগাও সভাপতি বাবু বীরেন্দ কান্দ্র বৈদ্য, হাজিপুর সভাপতি বিধান দেব, পৃথিমপাশা সাধারণ সম্পাদক প্রভাষক সমরেস দাস রায়, রাউৎগাঁও সাধারণ সম্পাদক দ্বিপেস চক্রবর্তী, কাদিপুর সহ-সভাপতি ডা. সিএম নাথ, পৌর সভাপতি বাবু বিশ্বজিৎ দাস, পৃথিমপাশা সাবেক সাধারণ নিয়ার বিন্দু দাস, কর্মধা ইউপি সদস্য নরসান্ডু রাজভর, চা শ্রমিক নেতা সেম নারায়ন গোর, উপজেলা সদস্য সুজিত দে প্রমুখ।

উল্লেখ্য, ২৬ সেপ্টেম্বর দেবী বোধনের মধ্য দিয়ে শারদীয় দুর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। আর ৩০ সেপ্টেম্বর প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে এই দুর্গোৎসব। এবারের শারদীয় দুর্গা পূজায় কুলাউড়ায় সার্বজনীন ১৮৫ ও  ব্যক্তিগত ২৬টি পূজা মণ্ডপ রয়েছে।  



আপনার মন্তব্য

আলোচিত