হবিগঞ্জ প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:১৬

হবিগঞ্জ ডিবেটিং সোসাইটির আত্মপ্রকাশ

‘যুক্তির নিমিত্তে মুক্তির দৃঢ় প্রত্যয়’ এই স্লোগানকে ধারণ করে ‘হবিগঞ্জ ডিবেটিং সোসাইটি’ নামে একটি বিতর্ক ক্লাবের আত্মপ্রকাশ হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে প্রেসক্লাব সভা কক্ষে আত্মপ্রকাশ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মো. আবু জাহির এমপি।

আত্মপ্রকাশ উপলক্ষে ‘হবিগঞ্জ ডিবেটিং সোসাইটি’ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। এ ‘অনিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি প্রজন্মকে বিপথগামী করছে’ এ বিষয়ের উপর একটি প্রীতি বিতর্ক দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ‘হবিগঞ্জ ডিবেটিং সোসাইটি’ ৬ জন সদস্য হবিগঞ্জের ২টি নদী খোয়াই ও করাঙ্গি নামের ২ দলের হয়ে বিতর্ক করেন।

বিতর্ক শেষে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘অনিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি প্রজন্মকে বিপথগামী করছে’  বর্তমানর প্রেক্ষাপটে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এ বিষয়ের উপর বিতার্কিকদের বিশ্লেষণ, যুক্তি ও তত্ত্ব-উপাত্ত এবং তথ্যের সমারোহ ও যুক্তি তর্কের সুন্দর উপস্থাপনা দেখে নিঃসন্দেহে বলতে পারি, এ বিতার্কিকরা শুধু জাতীয় পর্যায়ে না এক সময় আন্তর্জাতিক পর্যায়েও বিতর্ক করতে পারবে।

তিনি আরও বলেন, আজকে যারা শিক্ষার্থী আগামীতে তারা দেশ গড়ার কারিগর। ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ জীবনে যুক্তিবাদী, দক্ষ, নেতৃত্ব সহ বিভিন্ন গুণাবলি অর্জনের জন্য পুঁথিগত শিক্ষার পাশাপাশি  সহশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান সরকার শিক্ষার পাশাপাশি সহশিক্ষার ক্ষেত্রেও গুরুত্ব প্রদান করছেন। আর এ সহশিক্ষা কার্যক্রমে বিতর্ক একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, শিক্ষা জীবনে বিতর্ক চর্চার ফলাফল  ভবিষ্যৎ কর্মক্ষেত্র সহজতর করে তুলবে। তাই হবিগঞ্জের প্রতিটি মাধ্যমিক স্কুলে নিয়মিত বিতর্ক চর্চা ও প্রতিযোগিতা যেন চালিয়ে যায় সে বিষয়ে পদক্ষেপ নেব। এর আগে প্রধান অতিথি কেক কেটে ‘হবিগঞ্জ ডিবেটিং সোসাইটি’র লোগো উন্মোচন করেন।

শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিজুল হাছান চৌধুরী শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জাহান আরা খাতুন, লিসডা ট্রেনিং ইন্সটিটিউটের পরিচালক রোটারিয়ান এ এস এম মহসিন চৌধুরী, বৃন্দাবন সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক নোমান আহমেদ, সিলেট ডিবেট ফেডারেশনের সভাপতি রেদোয়ান আহমেদ।

হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক বিতার্কিক ফারাবি চৌধুরীর পরিচালনায় আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য দেন করেন ‘হবিগঞ্জ ডিবেটিং সোসাইটি’র আহবায়ক শাকিলা ববি। শুভেচ্ছা বক্তব্য দেন লাইটস কমিউনিকেশন লিমিটেডের সিইও মোহাম্মদ ইসতিয়াক গনি অনিক।
 
আত্মপ্রকাশ অনুষ্ঠানের ২য় পর্বে জেলার বিভিন্ন স্কুলের ৭০ জন শিক্ষার্থী বিতর্ক কর্মশালায় অংশগ্রহণ করে। কর্মশালার পরিচালনা করেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ শুকরানা। তার সহকারী হিসেবে ছিলেন সিলেট ডিবেট ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক।

বিকাল ৫টায় সমাপনী পর্বে আলোচনায় অংশগ্রহণ করেন বিশেষ অতিথি বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ শুকরানা, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, জনাব আলী ডিগ্রি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক গোপেশ চন্দ্র মণ্ডল। আলোচনা শেষে অতিথিবৃন্দ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরণ করেন।

অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল- বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জে কে এন্ড এইচ কে স্কুল এন্ড কলেজ,  চুনারুঘাট পাইলট উচ্চ বিদ্যালয়, দ্যা হোপ ইন্টারন্যাশনাল স্কুল, সানসাইন প্রি ক্যাডেট এন্ড হাই স্কুল ও ডা. ইলিয়াছ একাডেমি।  

আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে ‘হবিগঞ্জ ডিবেটিং সোসাইটি’র ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

সভাপতি- শাকিলা ববি, সহ সভাপতি মো. আছাদুল ইসলাম সজিব, সাধারণ সম্পাদক মো. ইরতিজা রহমান দোহা, সাংগঠনিক সম্পাদক  মো. আব্দুল মুঈন খান, বিতর্ক পরিচালক মাইশা মুনতাহা, অর্থ সম্পাদক তাসলিমা মুনতাহার মিম, দপ্তর সম্পাদক  শেখ মহসিন আহমেদ, প্রচার সম্পাদক তাওহীদুর রহমান তানীম, প্রকাশনা সম্পাদক প্রদীপ্ত রায় সরকার, পাঠাগার সম্পাদক লুৎফুর রহমান তহবিলদার, কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ আল-আমিন, শামীম আহমেদ, আজমাইন তরফদার আনান, মাহাদীয়া মাহি, সাবরিনা জান্নাত। প্রেসিডিয়াম মেম্বার ফারাবী চৌধুরী,  ইসতিয়াক আহমেদ পরাগ, ইকবাল হোসেন গালিব। মডারেটর আজিজুল হাছান চৌধুরী শাহীন। উপদেষ্টা এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, এডভোকেট রুহুল হাসান শরীফ, অধ্যাপক জাহান আরা, বাদল রায়, জিয়াউল হাসান তরফদার মাহিন, এএসএম মহসিন চৌধুরী।

আপনার মন্তব্য

আলোচিত