বড়লেখা প্রতিনিধি

০৩ ডিসেম্বর, ২০১৭ ২২:৪০

বড়লেখায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনের ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ

মৌলভীবাজারের বড়লেখায় গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকায় ত্রুটিসহ নানা অনিয়মের অভিযোগ ওঠেছে। সোমবার (৪ ডিসেম্বর) এপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু এরআগেই ভোটার তালিকায় ত্রুটিসহ কয়েকটি অভিযোগের পর নির্বাচন পরিচালনা করতে অপারগতা প্রকাশ করেন দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম।

এদিকে মাধ্যমিক কর্মকর্তা প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় অন্য অনিয়মের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দেওয়া হয়। ওই অভিযোগগুলোর কয়েকটির তদন্ত ইতিমধ্যে শেষ হয়েছে। তদন্তে ত্রুটির প্রাথমিক সত্যতা পায় কমিটি। ফলে অন্যান্য অভিযোগের তদন্ত কার্যক্রম সমাপ্ত না হওয়া পর্যন্ত গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন হচ্ছে না বলে প্রশাসনের সূত্র নিশ্চিত করেছে।

অভিযোগ, মাধ্যমিক অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পর ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নির্বাচনের জন্য তফশিল ঘোষণা করা হয় গত ২৬ অক্টোবর। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম এ তফশিল ঘোষণা করেন। মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণের তারিখ দেওয়া হয় ৫ নভেম্বর থেকে ৭ নভেম্বরের মধ্যে। এরই মধ্যে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ-বিতরণ, চূড়ান্ত ভোটার তালিকা অনিয়ম ও ম্যানেজিং কমিটির দুই সদস্যের বিধি বহির্ভূতভাবে প্রভাব বিস্তারসহ নানা অভিযোগ করা হয়।

ওইসব অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন পরিচালনা করতে অপারগতা প্রকাশ করে অব্যাহতি নেন প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দেন সংক্ষুব্ধ প্রার্থী ও ভোটার তালিকা থেকে বাদ পড়া অভিভাবকরা। অভিযোগগুলোর তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয় সমবায় কর্মকর্তা মো. শফিকুল ইসলামকে। শফিকুল ইসলাম তদন্ত করে ২০ নভেম্বর ও ২৭ নভেম্বর দুইটি প্রতিবেদন জমা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে। প্রতিবেদনে অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়া গেছে মর্মে উল্লেখ করা হয়। প্রথমবারের মতো এপ্রতিষ্ঠানে নির্বাচনের মাধ্যমে ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচনের শুরুতে ত্রুটি-বিচ্যুতি নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় চলছে নানা সমালোচনা।

সমবায় কর্মকর্তা মো. শফিকুল ইসলাম (অভিযোগের তদন্তকারী কর্মকর্তা) রোববার (৩ ডিসেম্বর) রাত পৌনে নয়টায় বলেন, ‘কিছু ত্রুটি বিচ্যুতি পাওয়া গেছে। দুইটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার সিদ্ধান্ত নিবেন নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে।’

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম শনিবার (২ ডিসেম্বর) রাতে বলেন, ‘নির্বাচনের বিষয়ে বেশ কিছু অভিযোগ-অনুযোগ এসেছিল। ৪ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল। অভিযোগ আসার পর প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালনে আমি অপারগতা প্রকাশ করি। অভিযোগগুলো তদন্তের জন্য ইউএনও স্যার তদন্ত কর্মকর্তা নিয়োগ করে দিয়েছেন। তদন্ত শেষে স্যার নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিবেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহেল মাহমুদ শনিবার (২ ডিসেম্বর) রাতে বলেন, ‘বেশ কিছু অভিযোগ এসেছে। তদন্ত চলছে। প্রিজাইডিং অফিসার নির্বাচন পরিচালনার বিষয়ে অপারগতা প্রকাশ করেন। ভোটার তালিকাসহ বিভিন্ন ত্রুটির অভিযোগ করা হয়। তদন্ত শেষে নীতিমালা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।’

আপনার মন্তব্য

আলোচিত