নিজস্ব প্রতিবেদক

০৯ ডিসেম্বর, ২০১৭ ১৬:৩৬

দিনভর বৃষ্টিতে ভোগান্তিতে নগরবাসী

বঙ্গোপসাগরে গভীর নিম্ন চাপের প্রভাবে সকাল থেকেই টািনা বৃষ্টি হচ্ছে সিলেটে। বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

আবহাওয়া অফিস জানিয়েছে, রোববারও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার বিকেল ৩ টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ১২ মিলিমিটার। বৃষ্টির কারণে বেড়েছে শীতের প্রকোপও। এতে বিপাকে পড়েছেন নিন্ম আয়ের মানুষ। ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া সাধারন শ্রমিক ও দিনমজুরেরা। বিঘ্নিত হচ্ছে স্কুল কলেজ ও অফিসগামী নগরবাসীরর স্বাভাবিক জীবনযাত্রা।

সিলেটের আকাশে দিনভর দেখা মেলেনি সূর্যের। আজকের সর্বোচ্চ  তাপমাত্রা রেকর্ড হয়েছে ২২.১ ডিগ্রী সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রী সেলসিয়াস।
সাগরে নিম্ন চাপের কারনে আরো ২-১ দিন এমন বৃষ্টিপাত অব্যাহত  থাকতে পারে।

আপনার মন্তব্য

আলোচিত