হবিগঞ্জ প্রতিনিধি

১৬ ডিসেম্বর, ২০১৭ ১৭:৩১

বিজয় দিবসে হবিগঞ্জ ডিবেটিং সোসাইটির প্রীতি বিতর্ক

মহান বিজয় দিবস উপলক্ষে প্রীতি বিতর্কের আয়োজন করেছে হবিগঞ্জ ডিবেটিং সোসাইটি। শনিবার (১৬ ডিসেম্বর) দুর্জয় হবিগঞ্জের স্মৃতিসৌধ প্রাঙ্গণে বিকাল ৩টা ৩০মিনিটে এ প্রীতি বিতর্ক অনুষ্ঠিত হয়।

‘বিজয়ের ৪৬ বছর পরও কাঙ্ক্ষিত বিজয় অর্জিত হয়নি’ এ বিষয়ের উপর হবিগঞ্জ ডিবেটিং সোসাইটির ৬জন সদস্য দুই দলে বিভক্ত হয়ে সনাতনী নিয়মে প্রীতি বিতর্ক করে।

বিতর্কে মোডারেটের দায়িত্ব পালন করেন হবিগঞ্জ ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিলা ববি।

বিতর্কে বিষয়ের পক্ষে বক্তব্য দেন সবুজ দলের ফাহমিদা জাহান মিথিলা (দলনেতা), ইসতিয়াক ওয়াসি (১ম বক্তা), ফাতিন ইসরাক (২য় বক্তা)। বিপক্ষে বক্তব্য দেন সবুজ দলের ইরতিজা দোহা (দলনেতা), সালমান সুপ্রিয় (১ম বক্তা), আইমান তাজওয়ার আরিক (২য় বক্তা)।

বাস্তবতার নিরিখে দুই দলেরই যুক্তি, তর্ক ও প্রাণবন্ত উপস্থাপনায় পর্যালোচনা করে যৌথভাবে ২ দলকেই বিজয়ী ঘোষণা করা হয়।

সেরা বক্তা নির্বাচিত হন পক্ষ দলের ২য় বক্তা ফাতিন ইসরাক। বিতর্ক শেষে ২ দলের বিতার্কিকদের ১টি করে জাতীয় পতাকা পুরষ্কার দেওয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত