বিয়ানীবাজার প্রতিনিধি

১৬ ডিসেম্বর, ২০১৭ ১৭:৪৯

বিয়ানীবাজারে মহান বিজয় দিবস পালিত

সিলেটের বিয়ানীবাজারে বিপুল উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

বিজয়ের ৪৬ বছরপূর্তিতে ভোর সাড়ে ৬টায় মুক্তিযুদ্ধে শহীদ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

পৌর শহরের শহীদ টিলায় অবস্থিত মুক্তিযুদ্ধে শহীদ স্মৃতিস্তম্ভে বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা পরে পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, পৌর পরিষদ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান।

সকালে পিএইচজি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন, উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকল অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত