জগন্নাথপুর প্রতিনিধি

১৬ ডিসেম্বর, ২০১৭ ২০:৫৯

নানা আয়োজনে জগন্নাথপুরে বিজয় দিবস উদযাপন

সুনামগঞ্জের জগন্নাথপুরে দিনব্যাপী নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর)দিবসের শুরুতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন, উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন, থানা প্রশাসন, পৌরসভা, উপজেলা জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম।

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন, জেলা পরিষদ সদস্য মাহতাব উল হাসান সমুজ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মসহুদ আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, উপজেলা আওয়ামী লীগ নেতা নুরুল হক, উপজেলা কৃষকলীগ সভাপতি আফছর উদ্দিন ভুইয়া, পৌর আওয়ামী লীগ সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপাল কান্তি দে দ্বীপাল, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক আলা উদ্দিন, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুন্দর আলী, সাধারণ সম্পাদক ডা. ছদরুল ইসলাম, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাদ কাবেরী, সাধারণ সম্পাদক আবুল কয়েছ ইসরাইল, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আপ্তাব উদ্দিন, মিরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, এম ফজরুল ইসলাম, কাউন্সিলার দিলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, বকুল গোপ, যুবলীগ নেতা সফিক মিয়া, ইব্রাহিম আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তাজ উদ্দিন আহমদ লিটন, পৌর যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান, আকমল হোসেন ভুইয়া, জিতু মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক রুমেন আহমদ, সহ-সভাপতি কল্যাণ কান্তি রায় সানী, আব্দুল মমিন নাসির, তোফায়েল আহমদ, যুগ্ম সম্পাদক তোহা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, প্রচার সম্পাদক সজীব রায় দুর্জয়, দপ্তর সম্পাদক মো. মুন্না মিয়া, পৌর ছাত্রলীগ সভাপতি সায়েক আহমদ প্রমুখ।

এদিকে, সকাল ৮টায় স্বরূপ চন্দ্র সরকারি হাই স্কুল মাঠে জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে থানার সেকেন্ড অফিসার এস আই হাবিবুর রহমানের নেতৃত্বে প্যারেড সালামে অংশ নেন পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, আনসার ভিডিপিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।পরে কুচকাওয়াজ, গার্লস গাইড, শরীর চর্চা প্রদর্শনী, ক্রীড়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

দুপুরে আব্দুস সামাদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। পরে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে সম্মাননা পুরস্কার প্রদান করেন প্রতিমন্ত্রী।

এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে জগন্নাথপুর আর্ট স্কুলের উদ্যোগে ও ইউপি সদস্য ইকবাল হোসেন সাজাদ'র সার্বিক সহযোগিতায় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী।

আপনার মন্তব্য

আলোচিত