বড়লেখা প্রতিনিধি

১৬ ডিসেম্বর, ২০১৭ ২১:১১

বড়লেখায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

মৌলভীবাজারের বড়লেখায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) ৬.৪০ মিনিটের সময় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের অনুষ্ঠানের শুরু হয়। এরপর বড়লেখা ডিগ্রি কলেজ শহিদ মিনারে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বড়লেখা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা কমান্ড, বাংলাদেশ আওয়ামী লীগ, বড়লেখা প্রেসক্লাব, যুবলীগ, ছাত্রলীগ, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন, বড়লেখা ডিগ্রি কলেজ, সুহৃদ বাংলাদেশ, জাতীয় পার্টিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন, সংস্থা ও প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনের পর তাঁরা দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

সকাল সাড়ে ৯টায় বড়লেখা পিসি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি। পরে ইউএনও মোহাম্মদ সুহেল মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর প্রমুখ। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, পর্যটন পুলিশের ইনচার্জ আবু ফয়ছল মো. আতিক উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শরীরচর্চা ও আকর্ষণীয় ডিসপ্লে প্রদর্শন করে। দুপুর ১২টার দিকে পৌর শহরে উপজেলা আওয়ামী লীগ ও বিএনপির সহযোগি সংগঠনের উদ্যোগে পৃথক বিজয় মিছিল বের করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

এদিকে, দুপুর ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌর শহরে বিজয় র‌্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

বিজয় র‌্যালি পরবর্তী আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. প্রণয় কুমার দে’র সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুহাম্মদ সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এপিপি গোপাল দত্ত, যুবলীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র মুহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানিমুল ইসলাম তানিম, পৌর কাউন্সিলর রেহান পারভেজ রিপন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমিটির আহবায়ক মুহাম্মদ শাহজাহান প্রমুখ।

দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে পৌর শহরে বিজয় মিছিল বের করা হয়। বিজয় মিছিলে বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, মহিলা নেত্রী ও ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহিদ খান, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন প্রমুখ অংশ নেন।

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
মহান বিজয় দিবসে বীরমুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বড়লেখা উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।

পৌরশহরের বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা ও ‘সুখী, সমৃদ্ধ, বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সুহেল মাহমুদের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান আলতাফ হোসেন মাসুম ও শামীম আহমদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান ময়নুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মুহাম্মদ শাহজাহান, সদস্য সচিব শুভাশিস দে শুভ্র, মুক্তিযোদ্ধা সন্তান সামসুল ইসলাম রিফাত প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত