চুনারুঘাট প্রতিনিধি

১৭ ডিসেম্বর, ২০১৭ ১৯:১৬

বিজয় দিবস উপলক্ষে চুনারুঘাটে মুক্তিযোদ্ধাদের ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভায় বসবাসরত বীর সৈনিকদের স্মৃতির সংরক্ষণের লক্ষ্যে আলোকচিত্র বিষয়ক সংগঠন 'চুনারুঘাট ফটোগ্রাফিক সোসাইটি' ও পদক্ষেপ গণপাঠাগারের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণে হবিগঞ্জের মধ্যে এই প্রথম দুইদিনব্যাপী বীর সৈনিকদের আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) বিকাল  টায় সমাপনী অনুষ্ঠান শহীদ মিনারের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

১৬ ডিসেম্বর সকাল ১১টায় শহীদ মিনার প্রাঙ্গণে ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সাবেক কমান্ডার আব্দুল গফফার।

এ সময় উপস্থিত ছিলেন সাহিত্য-সংস্কৃতির পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল, গণপাঠাগারের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মিলন, জলের গানের কর্ণধার ও সিপিএসের প্রধান  উপদেষ্টা সাইফুল জার্নাল, সিসিটিএন পরিচালক মো. নাসির উদ্দীন, চুনারুঘাট ফটোগ্রাফিক সোসাইটি সভাপতি সোরাইজাম উৎপল সিংহ ও সাধারণ সম্পাদক এইচ আর আর আফজল, সহ-সাধারণ সম্পাদক আল মোসাফ্ফা নিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক অপূর্ব সিংহ, দপ্তর সম্পাদক রুবেল তালুকদার, বিভিন্ন স্থান থেকে আগত বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান মো. নুরুন্নবী, আতাউর রহমান  প্রমুখ।

এদিকে দুপুর ২টায় হবিগঞ্জ ৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ-সদস্য এডভোকেট মাহবুব আলী বীর মুক্তিযোদ্ধাদের আলোকচিত্র দেখতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদ মিনারে আসেন। এ সময় তিনি ছবি দেখেন এবং আশেপাশে কয়েকজন বীর সৈনিকদের সাথে কথোপকথন করেন।

পরিদর্শনকালে এডভোকেট মাহবুব আলী বলেন, এটি ভালো উদ্যোগ। প্রতি বছর এটি করা হবে। বিকাল ৪টায় ইউএনও কাইজার মোহাম্মদ ফারাবী শহীদ মিনারে সংগৃহীত বীর সৈনিকদের আলোকচিত্র পরিদর্শন করেন। এ সময় সিপিএসের সদস্যদের সাথে কথা বলেন।

সারা দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীতে বিপুল উৎসাহ উদ্দীপনায়  চুনারুঘাটের বীর সৈনিকরা শহীদ মিনারে এসে নিজেদের ছবি দেখেন আবার অন্যদেরও ডেকে নিয়ে এনেছেন।

জীবিত বীর সৈনিকদের ছবি দেখে অনেক  মৃত মুক্তিযোদ্ধার সন্তানরা তাদের বাবার ছবি নিয়ে আসেন এবং পরে সেগুলো আলোকচিত্রে প্রদর্শনীতে টাঙ্গিয়ে দেওয়া হয়। আবার অনেকে মৃত মুক্তিযোদ্ধার ছবি দিবেন বলে জানান। এদিকে সিপিএসের সদস্যরাও  ছবি  টাঙ্গানো হবো বলে জানানো হয়।

কয়েকজন অভিভাবক তাদের সন্তানদেরকে  আলোকচিত্র প্রদর্শনীতে বীর সৈনিকদের ছবি দেখাচ্ছেন এমন সময় কথোপকথনের তারা বলেন, সিপিএস ও পিজিপি একটি  ভালো উদ্যোগ নিয়েছে। শিশুরা চুনারুঘাটের মুক্তিযোদ্ধাদের ছবির মাধ্যমে দেখতে পেলো। এই প্রদর্শনীটা  প্রতি বছরে ১৬ ডিসেম্বর যেন হয়।

সিপিএসের সূত্রে জানা যায়, এ পর্যন্ত ২২০টি ছবি সংগ্রহ করা হয়েছে। এ মধ্যে ২ জন মারা গেছেন। এদিকে সময় সংক্ষিপ্ত থাকায় মৃত মুক্তিযোদ্ধাদের ছবি সংগ্রহে করা যায় নি। তাদের ছবি সংগ্রহে অচিরেই শুরু হবে।

আপনার মন্তব্য

আলোচিত