মৌলভীবাজার প্রতিনিধি

২০ জানুয়ারি, ২০১৮ ১৭:৫২

বিএমএ মৌলভীবাজারের উদ্যোগে শীতার্তদের মধ্যে ৬০০ কম্বল বিতরণ

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বিএমএ মৌলভীবাজারের উদ্যোগে শীতার্ত মানুষদের মধ্যে ৬০০ কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নে ৯০ জনের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএমএ সভাপতি ডা. শাব্বির হোসেন খান, সাধারণ সম্পাদক ডা. শাহজাহান কবির চৌধুরী, ২৫০ শয্যা হাসপাতালের আরএমও ডা. পলাশ রায়, কয়ছর খান প্রমুখ।

এদিকে ১৮ ডিসেম্বর সদর উপজেলার দরিদ্রতম এলাকা আথানগিরি গ্রামে ১২২ জন মানুষের মাঝে কম্বল বিতরণ করে সংগঠনটি। চিকিৎসকেরা চেম্বার ফেলেও ছুটে যান শীতবস্ত্র বিতরণে।

এ সময় উপস্থিত ছিলেন বিএমএ সভাপতি ডা. শাব্বির হোসেন খান, সাধারণ সম্পাদক ডা. শাহজাহান কবির চৌধুরী, মেডিসিন বিশেষজ্ঞ ডা. আব্দুল্লাহ আল মারুফ, ডা. শাহীন প্রমুখ।

এর আগে শহরের সৈয়ারপুর সহ বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

উল্লেখ্য, দীর্ঘমেয়াদি বন্যায় দুর্ভোগের পর এবার প্রচণ্ড শীতে কাঁপছে মৌলভীবাজারের মানুষ। এ অবস্থায় বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন চিকিৎসকেরা। নিজেরা টাকা তুলে বিভিন্ন এলাকায় গিয়ে শীতবস্ত্র বিতরণ করছেন।

আপনার মন্তব্য

আলোচিত