সিলেটটুডে ডেস্ক

২০ জানুয়ারি, ২০১৮ ১৮:২৮

চেম্বারের ‘কিপ সিলেট ক্লিন’ কর্মসূচীর সাথে অর্থমন্ত্রীর একাত্মতা

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির 'কিপ সিলেট ক্লিন' কর্মসূচীর সাথে একাত্মতা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শনিবার (২০ জানুয়ারি) সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ এর নেতৃত্বে চেম্বার নেতৃবৃন্দ অর্থমন্ত্রীর বাসভবনে 'কিপ সিলেট ক্লিন' কর্মসূচী সংক্রান্ত একটি স্মারকলিপি তুলে দেন অর্থমন্ত্রীর হাতে।

সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, পরিচ্ছন্ন নগর গড়তে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচীর আওতায় প্রথমে জিন্দাবাজার থেকে চৌহাট্টা পর্যন্ত রাস্তাকে মডেল রোড হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে এবং পর্যায়ক্রমে সমস্ত শহরকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করা হবে।

অর্থমন্ত্রী 'কিপ সিলেট ক্লিন' কর্মসূচীর ভূয়সী প্রশংসা করেন এবং এই উদ্যোগের সাথে তার একাত্মতা ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, মো. এমদাদ হোসেন, পরিচালক মুশফিক জায়গীরদার ও মুকির হোসেন চৌধুরী।   




আপনার মন্তব্য

আলোচিত