সিলেটটুডে ডেস্ক

২৭ জানুয়ারি, ২০১৮ ১৬:০৯

পুরাতন খোয়াই নদী দূষণ ও দখলমুক্ত করার দাবি

আসুন শহরটিকে পরিচ্ছন্ন রাখি, এ স্লোগান নিয়ে সামাজিক সংগঠন দর্পণ হবিগঞ্জ শহরে স্বেচ্ছায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে।

শনিবার (২৭ জানুয়ারি) সকালে পুরাতন খোয়াই নদীর তীর, আধুনিক হাসপাতাল ও থানার সামনের রাস্তায় এ কার্যক্রম চালানো হয়। এ সময় পুরাতন খোয়াই নদীর তীরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন খোয়াই রিভার ওয়াটার কিপার তোফাজ্জল সোহেল, দর্পণ সহ সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সিএম রায়হান উজ্জল, অপু চৌধুরী, পিডিবির নির্বাহী প্রকৌশলী শামছ ই আরেফিন, মাদকবিরোধী শক্তির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস রাখি, সৈয়দ বাকি ইকবাল, অধ্যাপক আবিদুর রহমান, সজল কুরাইশি, আব্দুল মোমিন চৌধুরী বুলবুল, বাপা সহ সভাপতি তাহমিনা বেগম গিনি ও অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল প্রমুখ।

বক্তারা পুরাতন খোয়াই নদী দূষণ ও দখলমুক্ত করার দাবি জানান।

আপনার মন্তব্য

আলোচিত