নিজস্ব প্রতিবেদক

০৩ মার্চ, ২০১৮ ২০:৪২

জাফর ইকবালের জন্য ৮ ব্যাগ রক্ত সংগ্রহ, প্রস্তুত অনেকেই

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনপ্রিয় লেখক প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবালকে রক্ত দিতে হাসপাতালে ভীড় জমিয়েছেন শিক্ষার্থীরা। ছুরিকাঘাতের কারণে তার মাথায় ছুরিকাঘাতের পর প্রচুর রক্ত ঝরেছে।

ইতোমধ্যে বিশিষ্ট অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের জন্য ইতোমধ্যে ৮ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে। আরও ১৫ জন শিক্ষার্থী রক্ত দেয়ার জন্য হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের সামনে অপেক্ষা করছেন।

তিনি শংকামুক্ত আছেন। স্বাভাবিকভাবেই কথা বলছেন তিনি। শিক্ষার্থীরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জাফর ইকবালকে যেখানে চিকিৎসা দেয়া হচ্ছে সেখানে শিক্ষার্থীরা আবেগ আপ্লুত হয়ে আছেন। অনেকেই কান্না করছেন।

জানা গেছে, শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে তাকে ছুরিকাঘাত করে এক বহিরাগত যুবক। এসময় ওই যুবককে পিটিয়ে আহত করেন শিক্ষর্থীরা। জাফর ইকবালকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তিনি মাথায় আঘাত পেয়েছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি কথা বলছেন বলে জানা গেছে।

আপনার মন্তব্য

আলোচিত