বড়লেখা প্রতিনিধি

০৮ মে, ২০১৮ ১৮:২২

বড়লেখায় পৌর মেয়রকে নাগরিক সংবর্ধনা

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। বড়লেখা পৌর শহরের যানজট ও জলাবদ্ধতা নিরসনে বিশেষ অবদানের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে সম্মাননা পাওয়ায় তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।

সোমবার (৭ মে) সন্ধ্যায় বড়লেখা পৌর নাগরিক কমিটি পৌর শহরের আহমদ ম্যানশনের সামনে এ সংবর্ধনার আয়োজন করে।

অনুষ্ঠানে পৌর নাগরিক কমিটির আহ্বায়ক ডা. প্রণয় কুমার দের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

অনুষ্ঠানের শুরুতে মানপত্র পাঠ করেন বড়লেখা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নিয়াজ উদ্দীন।

পৌর নাগরিক কমিটির সদস্য সচিব ইমদাদুল ইসলাম সজল ও যুগ্ম সচিব জসিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সংবর্ধিত অতিথি পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসহভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, বণিক সমিতির সভাপতি হাজী আলাউদ্দিন ডিলার, জেলা পরিষদ সদস্য আবু আহমদ হামিদুর রহমান শিপলু, অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্ত্তী, অরুন চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক গোপাল দত্ত, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, পৌর কাউন্সিলর আলী আহমদ চৌধুরী জাহেদ, জেহিন সিদ্দিকী, প্যানেল মেয়র তাজ উদ্দিন, কাউন্সিলর রাহেন পারভেজ রিপন, আব্দুল মতিন, আব্দুল হাফিজ ললন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সিরাজ উদ্দিন, জুড়ী উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রিঙ্কু রঞ্জন দাস ও বর্তমান সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক কায়ছার পারভেজ, মছরুর আলম চৌধুরী, সদস্য আব্দুল লতিফ লতু, সাংস্কৃতিক কর্মী জুনেদ রায়হান রিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছালেহ আহমদ জুয়েল, নাগরিক কমিটির সদস্য ও যুবলীগ নেতা হারুনুর রশীদ বাদশা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নোমান আহমদ প্রমুখ।   

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ফকির শাহব উদ্দিন।

আপনার মন্তব্য

আলোচিত