শাবি প্রতিনিধি

০৯ মে, ২০১৮ ০০:২৩

জাফর ইকবালের অনুরোধে ছাড়া পেলো সেই শিক্ষার্থী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবালের অনুরোধে ছাড়া পেয়েছেন সন্দেহজনক আচরণের কারণে আটক সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

মঙ্গলবার (৮ মে) সকালে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

ছাড়া পেয়ে মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, 'জাফর স্যারের কক্ষে একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছিল। আমি স্যারের কাছে ক্ষমাপ্রার্থী।'

তিনি আরও বলেন, ভুলটা আমারই ছিল। স্যার অনেক বড় মাপের মানুষ, আমি ঘটনার জন্য স্যারের কাছে ক্ষমা চেয়েছি। স্যার যেন আমার জন্য দোয়া করেন। উনি ভালো থাকুন, এটাই আমার চাওয়া। উনাদের মতো মানুষ দেশের দরকার।

রাকিব বলেন, 'স্যার নিজে থানায় এসে আমার সঙ্গে দেখা করেছেন। পরে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আমার মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন।'

রাকিবের চাচা মো. গোলাম মোস্তফা বলেন, 'আমিসহ আমার পুরো পরিবার জাফর স্যারের কাছে কৃতজ্ঞ। স্যারকে আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।'

এব্যাপারে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, 'খোঁজখবর নিয়ে আটক শিক্ষার্থীর বিরুদ্ধে সন্দেহজনক কোনকিছু না পাওয়ায় ও জাফর স্যারের সুপারিশে তাকে মঙ্গলবার সকালে ছেড়ে দেওয়া হয়েছে।'

প্রসঙ্গত, সোমবার দুপুরে শাবি ক্যাম্পাসের এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের কক্ষ থেকে সন্দেহজনক আচরণের কারণে রাকিবকে আটক করে পুলিশ। আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য জালালাবাদ থানায় নিয়ে আসা হয় রাকিবকে।

আপনার মন্তব্য

আলোচিত