সিলেটটুডে ডেস্ক

২৯ আগস্ট, ২০১৮ ১৯:৫২

নিকুঞ্জ বিহারী গোস্বামীর ২৫ তম মৃত্যুবার্ষিকী পালিত

সিলেটের ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা ও পাকিস্তান আমলে প্রকাশিত জনশক্তি পত্রিকার সম্পাদক নিকুঞ্জ বিহারী গোস্বামীর ২৫তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (২৯ আগস্ট) দুপুরে নগরীর চালিবন্দর এলাকার উমেশচন্দ্র-নির্মলাবালা ছাত্রাবাস পরিচালনা পর্ষদের উদ্যোগে মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সভায় মদন মোহন কলেজের প্রাক্তন অধ্যাপক বিজিত কুমার দে-এর সভাপতিত্বে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ। স্মরণসভায় ছাত্রাবাসের সম্পাদক বীরেন্দ্র সূত্রধর স্বাগত বক্তব্য দেন।
 
অনুষ্ঠানে শ্রাবণী তালুকদারের পরিচালনায় সভায় বক্তব্য দেন অধ্যাপক প্রশান্ত কুমার সাহা, নিরোধ চন্দ্র দাশ, কৃষ্ণপদ সূত্রধর, সুজাতা দে, অরুণ চন্দ্র পাল, মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দে, অনিল বরণ মিত্র।

অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন লাবণ্য সূত্র ধর ও সমাপণী সংগীত পরিবেশ করেন বৃষ্টি রায়।
 
নিকুঞ্জ বিহারী গোস্বামী ব্রিটিশ বিরোধী আন্দোলনে ১৭বার কারাবরণ করেন। ১৯৭৩ সালের ১০ জুলাই তিনি ইন্দিরা গান্ধী সংবর্ধনা পান।

আপনার মন্তব্য

আলোচিত