সুনামগঞ্জ প্রতিনিধি

০৬ সেপ্টেম্বর, ২০১৮ ১৫:৫৫

দিরাই-মদনপুর সড়ক সংস্কারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

দিরাই-মদনপুর সড়ক সংস্কারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুনামগঞ্জস্থ দিরাই কল্যাণ সমিতি। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০ টায় জেলা কালেক্টরেট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, দিরাই কল্যাণ সমিতির আহ্বায়ক জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. হুমায়ুন মঞ্জুর চৌধুরী, সংগঠনের নেতা অ্যাড. আবুল মজিদ চৌধুরী, অ্যাড. দিলীপ কুমার দাস, অ্যাড. সোনাধন দাস, অ্যাড. ড. মফছির মিয়া, সমিতির সদস্য সচিব অ্যাড. মাশুক আলম, অ্যাড. স্বপন কুমার দাস রায়, অ্যাড. শহীদুল হাসতম খোকন, অ্যাড.আজাদল ইসলাম রতন।

সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি সাবেক ভিপি অ্যাড. বোরহান উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শুকুর আলী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘দিরাই-মদনপুর সড়ক দিয়ে দিরাই, শাল্লা, দক্ষিণ সুনামগঞ্জ, জামালগঞ্জ পার্শ্ববর্তী খালিয়জুরিসহ বেশ কয়েকটি উপজেলার লাখ লাখ মানুষ প্রতিদিন যাতায়াত করেন। সারা দেশের রাস্তার উন্নয়ন হলেও দিরাই-মদনপুর সড়কের কোন উন্নয়ন হয়নি। এক বছর ধরে এ সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।’

অবিলম্বে এ সড়কের সংস্কার করা না হলে দিরাই-শাল্লাবাসীকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা জানান। 

আপনার মন্তব্য

আলোচিত