সিলেটটুডে ডেস্ক

০৬ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:৪৯

বিদ্যুৎ ও জ্বালানি খাতে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে: মাহমুদ উস সামাদ

সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী, সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ফলে বিদ্যুৎ ও জ্বালানী খাতে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। দেশকে একটি উন্নত দেশে পরিণত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা নিয়েছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানী খাত শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখে আলোর পথে এগিয়েছে। এ সব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ ও জ্বালানী খাতে উল্লেখযোগ্য সফলতা অর্জিত হয়েছে। এখন সরকার বড় প্রকল্পের দিকে বিশেষ নজর দিচ্ছে।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর উদ্যোগে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ-২০১৮ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. মাহবুবুল আলমের সভাপতিত্বে ও আরইবি সিলেট জোন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মোস্তফার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসএমপির (দক্ষিণ) উপ-পুলিশ কমিশনার মো. আজবাহার আলী শেখ পিপিএম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেবা সদস্য এজিএম মৃণাল কান্তি চৌধুরী, মো. মহিউদ্দিন এজিএম ও এন্ড এম, গোলাপগঞ্জ শাখার ডিজিএম মামুনুর রশীদ, এজিএম (এডমিন) মিল্টন তালুকদার, পল্লী বিদ্যুৎ সমিতি-১ ফেঞ্চুগঞ্জ এর পরিচালক কামরানুল ইসলাম কামরান, দক্ষিণ সুরমা পল্লী বিদ্যুৎ সমিতি-১ পরিচালক মো. মাহবুব আহমদ, বালাগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ পরিচালক মাহমুদ হোসেন মাসুম প্রমুখ।

অনুষ্ঠানে সেরা কর্মকর্তা হিসেবে মামুনুর রশীদ ডিজিএম, কমলেশ বর্মণ ডিজিএম, সেরা গ্রাহক মুমিন ছড়া চা বাগান ও সিলেট গ্যাস ফিল্ড বিয়ানীবাজারকে পুরষ্কার প্রদান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত