সিলেটটুডে ডেস্ক

০৬ সেপ্টেম্বর, ২০১৮ ১৯:৩৮

সিলেটে রাঁধুনিদের ৩ দিনব্যাপী রান্না মেলার উদ্বোধন

সিলেট হোম এন্ড ফ্যাশন এক্সেসরিজের উদ্যোগে ৩ দিনব্যাপী সিলেট ফুড এক্সিবিশন-টু শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) জেলরোডস্থ তুশানস ডাইনিং এন্ড ব্যানকোয়েট হলে এ এক্সিবিশন উদ্বোধন করা হয়।

নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে ফুড এক্সিবিশন-টু ৬, ৭ ও ৮ সেপ্টেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। এখানে হাতের বানানো মজার মজার রান্না নিয়ে এসেছেন রাঁধুনিরা।

এতে অংশ নিয়েছেন গৃহিণী, নিনাস কিচেন, ফুডরা, সিস্টার্স কিচেন, ফুড হাট, কুকিং ফুড, বসুন্ধরা, এ.এস. কিচেন, সুইট এন্ড স্পাইসি, ডেজেল ডেসার্ট এন্ড ড্রিংকিং, সামায়রা পিঠা ঘর।

উদ্বোধনকালে নারী উদ্যোক্তা নাজিয়া চৌধুরী বলেন, আমি নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করতে চাই। এ কাজটি অব্যাহত অব্যাহত থাকবে। আগামীতেও এ ধরনের আরও বড় পরিসরে অনুষ্ঠান করার জন্য সকলের সহযোগিতা চাই। এখানে দেশী-বিদেশী ডেসার্ট, ঝাল আইটেম, বিরিয়ানি, ফাস্ট ফুড আইটেমসহ আরও অনেক ধরনের খাবারের সমাহার রয়েছে আমাদের এখানে।

আগামী ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর সিলেট হোটেল স্টার প্যাসিফিক এ সিলেট ডিসকাউন্ট মেলা ২০১৮ অনুষ্ঠিত হবে। এতে সর্বস্তরের জনসাধারণকে নারী উদ্যোক্তা আমন্ত্রণ জানিয়েছেন নাজিয়া চৌধুরী।

আপনার মন্তব্য

আলোচিত