সিলেটটুডে ডেস্ক

০৬ সেপ্টেম্বর, ২০১৮ ২২:৩৯

সুশাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: মাহমুদ উস সামাদ

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং আর্থসামাজিক উন্নয়নের গতি ত্বরান্বিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। জাতির অগ্রযাত্রার স্বপ্নপূরণে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। অতীতের অব্যবস্থাপনা ও অদক্ষতা কাটিয়ে উঠে ক্ষুধা-দারিদ্র্য ও শোষণমুক্ত দেশ গড়তে মহাজোট সরকার বদ্ধ পরিকর।

সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সরকারের কার্যক্রমের ধারাবাহিকতায় নাশকতামূলক কার্যকলাপ ও নেশামুক্ত সমাজ গঠনের কারণে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে, তার জন্য নৌকার পক্ষে গণজোয়ার গড়ে তুলতে হবে।
 
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাতে বালাগঞ্জে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় আগামী একাদশ নির্বাচনের জন্য সেন্টার কমিটি গঠনের লক্ষে প্রধান অতিথির বক্তব্য মাহমুদ উস সামাদ চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।

বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনহার মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান লকুছ, আবু বক্কর সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর, ক্রীড়া সম্পাদক আব্দুল মালেক, পূর্বগৌরী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জালাল উদ্দিন, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল কাদির খছরু, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আমিরুল ইসলাম নুরু, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জুনায়েদ আহমদ মঞ্জু, পৌলনপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শহীদুজ্জামান চৌধুরী বাচা, সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন, বালাগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি আয়ুব আলী, উপজেলা যুবলীগ আহবায়ক রফিকুল আলম, যুগ্ম-আহবায়ক জুনেদ আহমদ, যুগ্ম-আহবায়ক ছালেক আহমদ, যুগ্ম-আহবায়ক গোবিন্দ দাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফারুক আহমদ, সহ-সভাপতি নাজিম উদ্দিন মিলন, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আমির আলী, সাবেক সহ-সভাপতি আব্দুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক তুহিন মনসুর, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রকিব জুয়েল, সাধারণ সম্পাদক রুবেল আহমদ, বালাগঞ্জ সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি আবুল কালাম সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, তরুণলীগ, প্রজন্ম লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত