সিলেটটুডে ডেস্ক

২২ নভেম্বর, ২০১৮ ১৯:১২

‘নারীর জয়ে সবার জয়’ শীর্ষক সিলেট বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে সিলেট নগরীর একটি হোটেলে ‘নারীর জয়ে সবার জয়’ শীর্ষক নারী রাজনৈতিক নেতৃবৃন্দের সিলেট বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকালে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের মহিলা বিএনপির নেতৃবৃন্দের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনার জন্য প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এই সম্মেলন আয়োজন করা হয়।

সৈয়দ সাইমূম আনজুম ইভানের সঞ্চালনায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিলেট রিজিওনাল ম্যানেজার সুদীপ্ত চৌধুরীর সূচনা বক্তব্যের মাধ্যমে আয়োজিত নারী রাজনৈতিক নেতৃবৃন্দের সিলেট বিভাগীয় সম্মেলনে প্যানেল বক্তা হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি হুমায়ুন কবির শাহীন, রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মান্নান, নিহার রঞ্জন দাস, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মুর্শেদ মুকুল, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নূর হোসেন, সিলেট জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপী, সাধারণ সম্পাদক আমেনা বেগম রুমি, মহানগর মহিলা দলের সভাপতি জাহানারা ইয়াসমিন, মহানগর বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা জামান রোজি, হবিগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট ফাতেমা ইয়াসমিন, মৌলভীবাজার জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক রাহেনা বেগম, মৌলভীবাজার পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম প্রমুখ।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ফেলো হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রিনা আক্তার। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিলেট রিজিওনাল ডেপুটি কো অর্ডিনেটর রাহিমা বেগম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীরা আজ অবহেলিত নয়। নারীরা আজ পিছিয়ে নেই। মূল দলকে সুসংহত করতে সকল নারীনেত্রীদের ঘরের বাইরে এসে কাজ করতে হবে। সিলেটের নারী নেত্রীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করায়ই আমরা বিএনপি প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে পেরেছি। আগামী জাতীয় নির্বাচনেও সকল প্রকার জালিয়াতি ও নির্যাতন প্রতিহত করে দলের বিজয় সুনিশ্চিত করতে হবে।

বক্তারা দলকে সুসংগঠিত করা এবং নারী নেত্রীদের প্রাধান্য দিয়ে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে নারীনেত্রীরা মূল দলের নেত্রীবৃন্দের কাছে নির্বাচনী ব্যবস্থাপনায় দায়িত্ব পালনের সুযোগ দেয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে মহিলা দল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশ নেন।

আপনার মন্তব্য

আলোচিত