শ্রীমঙ্গল প্রতিনিধি

০১ ডিসেম্বর, ২০১৮ ২০:৩৪

‘তোমরার লাগি দোয়া করি গো মাই’

‘তোমরার লাগি দোয়া করি গো মাই,আমি চোখে কুনতা ভালামতে দেখতাম না অখন চশমা পাইয়া হখলতা ঠিক লাখান দেখরাম’ এইভাবেই চক্ষু শিবিরে এসে চশমা দিয়ে দেখতে পেয়ে বিএনএসবি চক্ষু হাসপাতালের ডাক্তার প্রিয়তা চৌধুরী কে কথাগুলো বলেন সালেহা বেগম ৷

সালেহা বেগমের বাড়ী মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউনিয়নের জামসী গ্রামে। দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন তিনি ৷আর্থিক অনটনের কারণে এতদিন চোখের চিকিৎসা করাতে পারেন নি। শনিবার সকালে চক্ষুশিবিরে এসে বিনামূল্যে ডাক্তার দেখানোর পর চক্ষু শিবিরের উদ্যোক্তারা যখন তাকে বিনামূল্যে চশমাও দিচ্ছিলেন তখন আবেগ আপ্লুত হয়ে পড়েন সালেহা বেগম ৷

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মোহাম্মদীয়া কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এবং মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় গরীব, অসহায় ও দুস্থ মানুষদের জন্য চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে ৷

শনিবার (১ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউনিয়নের পাইকপাড়ায় অবস্থিত মোহাম্মদীয়া এতিমখানার মাঠে এ চক্ষু শিবিরের আয়োজন করা হয় ৷

চক্ষু শিবিরের কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সাংসদ উপাধ্যক্ষ আব্দুস শহীদ ৷এসময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদীয়া কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান জামিল আহমেদ ওসমান, মোহাম্মদীয়া কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক মো মানিক মিয়া, মোহাম্মদীয়া কল্যাণ ট্রাস্টের পরিচালক সিরাজুল ইসলাম, আশিদ্রোন ইউনিয়নের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, শ্রীমঙ্গল পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব বেভুল ৷

মোহাম্মদীয়া কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান জামিল আহমেদ ওসমান জানান, আমরা কয়েকজন সমমনা বন্ধুরা মিলে ১৯৯৭ সাল থেকে এই ট্রাস্টের কার্যক্রম শুরু করি, পর্যায়ক্রমে আমরা এই ট্রাস্টের পক্ষ থেকে স্কুল, মাদ্রাসা ও কবরস্থান স্থাপন করি ৷এরই ধারাবাহিকতায় আমরা এবার থেকে এই এলাকার গরীব অসহায় মানুষদের জন্য চক্ষু শিবিরের আয়োজন করেছি এবং ভবিষ্যতেও আমরা আমাদের এই ধরনের সেবামূলক কাজ ট্রাস্টের মাধ্যমে চালিয়ে যাবো ৷

মোহাম্মদীয়া কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক মানিক মিয়া জানান, আমাদের এখানে আজ প্রায় পাঁচ শতাধিক মানুষের চোখ পরীক্ষা করা হয়েছে ৷তাদেরকে আমরা বিএনএসবি চক্ষু হাসপাতাল থেকে সাধ্যমত ঔষধপত্র দিচ্ছি, বেশী সমস্যায় আক্রান্ত রোগীদের আমরা নিজেদের গাড়ীতে করে বিএনএসবি চক্ষু হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করছি ৷

মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের তিন সদস্যের একটি স্পেশাল মেডিকেল টিম এই চক্ষু শিবিরের কার্যক্রম পরিচালনা করছেন তারা হলেন ডা.আযহার উল ইসলাম, ডা. আব্দুল বাতেন তালুকদার, ডা. প্রিয়তা চৌধুরী ৷

আপনার মন্তব্য

আলোচিত