নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি , ২০১৯ ১৯:০০

সচেতনতামূলক পোস্টার সাজানো পূজা মণ্ডপ

অমর ২১ মুক্তি সংগ্রামের রক্তফলক, আসবে পরিবর্তন রুখে দাও শিশু ধর্ষণ, কাঁটাতারে ঝুলছে দেহ ফেলানীর, Real men don't RAPE, যৌতুক দেয়া নেয়া থেকে বিরত থাকাসহ বিভিন্ন সচেতনতামূলক লেখা সম্বলিত পোস্টার দিয়ে সাজানো হয়েছে নগরের একটি সরস্বতী পূজা মণ্ডপ।

দ্রোহ, সংগ্রাম আর সমসাময়িক ঘটনাপ্রবাহে মনে দাগ কাটে এমন ১০ টি পোষ্টার দিয়ে মণ্ডপ সাজিয়েছে মনিপুরী রাজবাড়ী এলাকার প্রজ্ঞপ্তী পূজ্যধাম সংগঠনের শিশু কিশোররা।

রোববার সকালে ধর্মীয় কার্যক্রম শেষ করে পূজা মণ্ডপে ঢাকের বাজনার সাথে হাতেতালি দিয়ে নেচে নেচে উচ্ছ্বাসে মেতে উঠে শিশুরা।

প্রথমবারের মতো শিশুদের করা এই পূজোর আয়োজনটি নজর কেড়েছে এলাকাবাসী সহ অসংখ্য দর্শনার্থীদের।

পূজা কমিটির সাধারণ সম্পাদক রুমী তালুকদার জানান, মূলত শিশু কিশোরদের উৎসাহে এবারের সরস্বতী পূজোর আয়োজন। শিশুরাই নিজেদের মতো করে সবকিছুর আয়োজন করেছে। পূজো নিয়ে তাদের উৎসাহের কমতি নেই।

সরস্বতী পূজায় ১০টি পোষ্টারে এমন ভাবনা গুলোকে প্রাধাণ্য দেয়া প্রসঙ্গে জানতে চাইলে সভাপতি লাভলী দেব চৌধুরী সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্তমানের সমসাময়িক বিষয়গুলোকে প্রথম বারের মতো আমাদের আয়োজনে তুলে ধরার চেষ্টা করেছি।  এই পোস্টারগুলো মাধ্যমে আমরা পূজায় আগত সকলকে সচেতনতামূলক বর্তা দিতে চাই। আশাকরি আমাদের পূজো মণ্ডপে আগত দর্শনার্থীদের মনের মধ্যে বিষয়গুলো দাগ কাটবে। ভবিষ্যতে সবার সহযোগিতা পেলে আমরা ব্যাপক পরিসরে পূজোর আয়োজন করবো।

আপনার মন্তব্য

আলোচিত