বড়লেখা প্রতিনিধি

২৫ ফেব্রুয়ারি , ২০১৯ ১৯:০৬

বড়লেখায় সুরমা ডায়াগনস্টিক সেন্টারসহ ৪ প্রতিষ্ঠানে জরিমানা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এক ডায়াগনস্টিক সেন্টারসহ ৪ প্রতিষ্ঠানে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এইগুলো হচ্ছে- শহরের দক্ষিণবাজার এলাকার সানি ফার্মেসী, মধ্যবাজার এলাকার আলআমিন মার্কেটের সুরমা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, হাজী মজির উদ্দিন সপিং সিটির বাটা শোরু, উত্তর চৌমুহী এলাকার জফরপুর রোড এলাকার গ্রামীন ফুড এন্ড বেকারী।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন অভিযানে এ জরিমানা করেন।

ভোক্তা অধিকার কার্যলয় সূত্রে জানা গেছে, ওষুধের নির্ধারিত মূল্য কেটে বেশি লিখে বিক্রি করার অপরাধে পৌর শহরের সানি ফার্মেসীকে ২ হাজার টাকা, রোগীদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষায় অতিরিক্ত অর্থ আদায় ও অনভিজ্ঞ লোক দিয়ে পরীক্ষা করানোর অপরাধে সুরমা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা, জুতায় নির্ধারিত দামের বেশি নেওয়ার অপরাধে বাটা শোরুমকে ৪ হাজার টাকা, খাদ্য পণ্যের মোড়কের গাঁয়ে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য না লিখে বিক্রয়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করাসহ বিভিন্ন অপরাধে গ্রামীন ফুড এন্ড বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, অভিযান চলাকালে আব্দুর রহিম নামে একজন ক্রেতার তাৎক্ষণিক লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে হাজী মজির উদ্দিন সপিং সিটির বাটা শোরুমকে জরিমানা করা হয় এবং আইন অনুযায়ী অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশের ১ হাজার টাকা দেওয়া হয়।

এ সময় উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. আফসার আলী, উপ-পরিদর্শক (এসআই) রিয়াজ উদ্দিন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন ডায়াগনস্টিক সেন্টারসহ ৪ প্রতিষ্ঠানে জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত