মৌলভীবাজার প্রতিনিধি

১১ মার্চ, ২০১৯ ১৯:২৮

মৌলভীবাজারে প্রাইমারি শিক্ষকদের বিক্ষোভ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বেতন গ্রেড বৈষম্য নিরসন করে ১১তম গ্রেডে বেতন পূননির্ধারণ ও শতভাগ পদোন্নতির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মৌলভীবাজার জেলা কমিটি।

সোমবার (১১মার্চ)  বিকালে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে উক্ত বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি এনামুল কবির। বক্তব্য দেন সাধারণ সম্পাদক রাজন চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়জুর রহমান ও সালেহ আহমদ, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এটিএম আনিসুর রহমান, কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আজিজুর রহমান, রাশেদা আক্তার, খাদিজা আক্তার, মনির মিয়া ও সেলিম আহমদ।

এসময় বক্তারা বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবি বাস্তবায়নে প্রতিশ্রুতি দিয়েছিলেন অনেক আগেই কিন্তু সেটি এখনও বাস্তবায়ন না হওয়ায় আমরা আন্দোলনে নেমেছি।  এটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।

সমাবেশ শেষে শিক্ষকরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন।

আপনার মন্তব্য

আলোচিত