নিজস্ব প্রতিবেদক

৩০ মার্চ, ২০১৯ ০০:২৫

উপশহরে আগুন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

সিলেট নগরীর উপশহরে একটি দোকানে লাগা আগুন নিয়ন্ত্রনে এনেছে দমকল বাহিনী। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন দমকল বাহিনীর কর্মকর্তারা।

এতে ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিকভাবে নিরূপন করা না গেলেও বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানিয়েছেন আগুন নেভাতে যাওয়া দমকল বাহিনীর কর্মকর্তারা।

জানা যায়, শুক্রবার (২৯ মার্চ) রাত দশটার দিকে উপশহরের সামাদ ম্যানশনের পার্শ্ববর্তী হাসেম এন্টারপ্রাইজ নামক একটি পরিত্যক্ত প্লাস্টিক পন্যের (ভাঙ্গারি) দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিলেটের উপ সহকারী পরিচালক দিনমনি শর্মা জানিয়েছেন, দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বড়ধরণের কোনো ক্ষয়ক্ষতি ঘটেনি।

আপনার মন্তব্য

আলোচিত