ছাতক প্রতিনিধি

৩০ মার্চ, ২০১৯ ০০:৩৫

ছাতক-দোয়ারার প্রতিটি ঘরে বিদ্যুতের আলো জ্বলবে: মানিক

সরকারি প্রতিষ্ঠান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, ছাতক-দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, আওযামীলীগ সরকার ক্ষমতায় গেলে, দেশের প্রতিটি গ্রামে রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল কলেজ, মাদ্রাসাসহ সবখানে বিদ্যুতের বাতি জ্বলে। আর বিএনপি ক্ষমতায় গেলে বিদ্যুতের অভাবে ও লোডশেডিংয়ের কারণে মোমবাতি ও কেরোসিনের দাম বাড়ে।

তিনি ২০১৯ সালের মধ্যে ছাতক-দোয়ারার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের বাতি জ্বলবে বলে আশা প্রকাশ করেন।

শুক্রবার (২৯মার্চ) বিকেলে ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের কাশিপুর ও সিংচাপইড় ইউনিয়নের চিকনী কান্দি গ্রামে বহুল প্রত্যাশিত বিদ্যুায়নের উদ্বোধন ও কাশিপুর, চিকনীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন একাডেমি ভবনের উদ্বোধন উপলক্ষে এলাকাবাসী আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কাশিপুর চিকনীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইদুল হক সাঈদের সভাপতিত্বে ও ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদ আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ভাইস চেয়ারম্যান আবু সাদত মোহাম্মদ লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, জেলা পল্লী বিদ্যুতের ডিজিএম জাহিদুল ইসলাম, পল্লী বিদ্যুৎ ছাতক-২ এর পরিচালক সুয়েবুর রহমান সুয়েব, ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালিক, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা হাজী আব্দুল হক, সফিক আহমদ, ডা: ইদ্রিছ আলী, আব্দুল মতিন, এড. ছায়াদুর রহমান এপিপি, অতুল দেব, আবু হানিফা সায়মন, মঞ্জুর আলম, নজির হোসেন লাহিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা বিপ্লব সামন্ত, মুহিবুর রহমান তালুকদার টুনু, রাসেল আহমদ, ছাতক উপজেলা ছাত্রলীগের আহবায়ক তাজাম্মুল হক রিপন, যুগ্ম আহবায়ক মাহবুব আলম।

আপনার মন্তব্য

আলোচিত