সুনামগঞ্জ প্রতিনিধি

৩০ মার্চ, ২০১৯ ১৮:৫৮

তাহিরপুর সীমান্তে মদ ও রুপীসহ ১জন আটক

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ ও রুপীসহ এক যুবককে আটক করেছে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের লাউড়েরগড় ফাঁড়ীর বিজিবি সদস্যরা। আটককৃত যুবকের নাম ইব্রাহিম হোসেন (২২)। তিনি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বাকেরসাট গ্রামের মো. আক্কাস আলীর ছেলে।

শনিবার (৩০ মার্চ) ভোরে তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্তের দশঘর এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার ভোরে তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মো. খাইরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহলদল লাউড়েরগড় সীমান্তের দশঘর এলাকা থেকে ইব্রাহিমকে আটক করা হয়। এসময় তার কাছে ভারতীয় ৫ বোতল অফিসার চয়েজ মদ ও ৭শত রুপী এবং বাংলাদেশী ৫শত টাকা পাওয়া যায়।

সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. মেসবাহ্ উদ্দীন রাসেল জানান, আটককৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহন সাপেক্ষে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত