সিলেটটুডে ডেস্ক

০১ এপ্রিল, ২০১৯ ০১:০৪

সিলেটে ঝড় হতে পারে আরও দুই দিন

মৌসুমের প্রথম কালবৈশাখী আঘাত এনেছে রোববার। প্রথমদিনের ঝড়েই সিলেটে বিদ্যুৎবিপর্যয় দেখা দিয়েছে। আর রাজধানীতে ঝড়ের তান্ডবে মারা গেছেন ৪জন। সুনামগঞ্জ আর মৌলভীবাজারে মারা গেছেন আরও দুইজন।

আবাহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিলেটসহ দেশের অনেকস্থানে ঝড় আরও দুই তিনদিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্পের সঙ্গে দেশের উত্তরাঞ্চল দিয়ে বয়ে আসা শুষ্ক বায়ুর সংঘর্ষের ফলে বজ্রমেঘের সৃষ্টি হয়। এ ধরনের আবহাওয়া আরও দু-তিন দিন চলতে পারে। মাসের বাকি সময় জুড়ে থেমে থেমে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, সোমবার ও মঙ্গলবার কালবৈশাখীর সঙ্গে দেশের অনেক এলাকায় দমকা হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে রাজধানীসহ দেশের বেশির ভাগ স্থানের দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা আছে। রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ স্থানে ও অন্যান্য বিভাগের কিছু কিছু স্থানে ঝড়বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার আশঙ্কায় দেশের সব কটি নদীবন্দরকে ২ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত