নিজস্ব প্রতিবেদক

০৩ এপ্রিল, ২০১৯ ১১:৪৫

সিলেটে আইনজীবীদের দুই ঘণ্টার কর্মবিরতি

আইনজীবীর উপর হামলার প্রতিবাদে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্যরা।

বুধবার (৩ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়ে এ কর্মবিরতি বেলা ১২টায় শেষ হয়।

কর্মসূচিতে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. জামিলুল হক জামিল ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

তিনি বলেন, এই সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে সিলেটের সকল আইনজীবীরা আগামীতে আরো কঠোর কর্মসূচি পালন করবে।

বিপুলসংখ্যক আইনজীবী এ কর্মসূচিতে অংশ নেন।

প্রসঙ্গত, ৩০ মার্চ সন্ত্রাসী হামলার শিকার হন জেলা আইনজীবী সমিতির সদস্য মো. বুরহান উদ্দীন। বর্তমানে তিনি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে সমিতির কনফারেন্স হলে সিলেট জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির জরুরী সভা সমিতির সভাপতি মো. জামিলুল হক জামিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হোসেন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় বুরহান উদ্দীনের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে আসামিদের গ্রেপ্তারের দাবি জানান নেতৃবৃন্দ। এছাড়া বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত দুই ঘন্টা আইনজীবীদের কর্মবিরতি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত