নিজস্ব প্রতিবেদক

০৩ এপ্রিল, ২০১৯ ১৩:২৮

অবৈধ ট্রাক স্ট্যান্ড উচ্ছেদে দ্বিতীয় দিনেও অভিযান

অবৈধ ট্রাক স্ট্যান্ড ও স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনের মতো অভিযান অব্যাহত রেখেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

বুধবার (৩ এপ্রিল) সকাল ১০টায় শুরু হওয়া এ অভিযান প্রতিবেদনটি লিখা পর্যন্ত চলছিল।

সকালে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর থেকে অভিযান শুরু হয়ে সাউথ সুরমা ফিলিং স্টেশন পর্যন্ত রাস্তা দখল করে অবৈধভাবে পার্কিং করে রাখা ট্রাক স্ট্যান্ড ও স্ট্যান্ডকে কেন্দ্র করে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ সকল তথ্য জানান সিসিকের গণসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব।

তিনি জানান, দক্ষিণ সুরমার মুসারগাও এলাকায় ছড়া দখল করে গড়ে উঠা কয়েকটি কথা কলোনি উচ্ছেদ করে ছড়াটি দখলমুক্তকরণ কাজ শুরু করেন।

প্রসঙ্গত, ২ এপ্রিল মঙ্গলবার সকালে সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ট্রাক স্ট্যান্ড ও স্থাপনা উচ্ছেদে এক সপ্তাহের অভিযানে নামে সিসিক।

আপনার মন্তব্য

আলোচিত