নিজস্ব প্রতিবেদক

০৪ এপ্রিল, ২০১৯ ১৪:১০

সিলেটে কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার

সিলেটের খাদিমপাড়ায় আব্দুল জলিল (৪০) নামে এক কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ এপ্রিল) রাতে খাদিমপাড়া ইউনিয়নের মেজরটিলা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন।

মৃত আবদুল জলিল কিশোরগঞ্জের এনায়েতপুরের বাসিন্দা হলেও লালবাজার হোটেল বাগদাদের একটি কক্ষে ভাড়া হিসেবে থাকতেন ও সিলেটে ফেরি করে কাপড় বিক্রি করতেন।

নিহতের ব্যবসায়িক অংশীদার কামরুল ইসলাম জানান, বুধবার দুপুর থেকে আবদুল জলিলের মোবাইলে ফোন বন্ধ পাওয়া যায়। রাত ৯টার দিকে আব্দুল জলিল মারা গেছেন বলে তার মোবাইলে কাছে ফোন আসে। পরে মেজরটিলায় একটি বাসা থেকে উদ্ধার তার মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, এর আগে নিহতের দুই ভাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাই আমরা প্রাথমিকভাবে ধারণা করছি তিনিও হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর মৃত্যুর নির্দিষ্ট কারণ বলা যাবে।

তিনি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আমরা দুজনকে আটক করেছি।

আপনার মন্তব্য

আলোচিত