গোয়াইনঘাট প্রতিনিধি

০৭ এপ্রিল, ২০১৯ ১৬:৪৩

গোয়াইনঘাটে বিশুদ্ধ পানির প্লান্ট উদ্বোধন

গোয়াইনঘাটে ইউনিসেফের অর্থায়নে ৮৪ লক্ষ টাকা ব্যয়ে পাইপ লাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহকারী পাইপ লাইন প্লান্টের উদ্বোধনী করা হয়েছে।

রোববার (৭ এপ্রিল) পাইপ লাইন প্লান্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম.কাজী ইমদাদুল হক।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক এম.কাজী ইমদাদুল হক বলেন, ‘বিশুদ্ধ পানির সংকট নিরসনে সরকারের বিভিন্ন সংস্থা এবং সংশ্লিষ্ট দপ্তর অত্যন্ত আন্তরিক। সরকারের পাশাপাশি এনজিও সংস্থাও এ সংকট দূরীকরণে কাজ করছে। বর্তমান সরকারের ইতিবাচক নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে সর্বত্রই। মানুষের অন্যতম জনগুরুত্বপূর্ণ এই সমস্যা সমাধানে সরকারের সদিচ্ছা এবং আন্তরিকতার কোন কমতি নেই। সরকার কোথাও নিজে আবার কোথাও এনজিও সংস্থার মাধ্যমে এসব প্রকল্প বাস্তবায়ন করে থাকে। চলমান এসব উন্নয়ন  ধারাবাহিকতার অংশ হিসাবে সিলেটের গোয়াইনঘাটেও একটি মহত এবং যুগান্তকারী প্রকল্প নিয়ে উক্ত বিশুদ্ধ পানি প্লান্ট যাত্রা শুরু করলো।’

গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বেও উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ের অফিস সহায়ক লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান তালুকদার, ইউনিসেফ বাংলাদেশের ওয়াশ স্পেশালিষ্ট মোস্তফা নিয়াং, এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের কান্ট্রি ম্যানেজার সাচী সুসিমা, গোয়াইনঘাটের নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ, গোয়াইনঘাটের উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল হক, গোয়াইনঘাটের নব নির্বাচিত উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাও.গোলাম আম্বিয়া কয়েছ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আফিয়া বেগম, ইউ/পি চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন শিহাব, আব্দুস সালাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত