বিশ্বনাথ প্রতিনিধি

২৯ আগস্ট, ২০১৯ ১৮:২৭

বিশ্বনাথের পলাতক আসামি সিলেট থেকে গ্রেপ্তার

১ বছর ৬ মাস পালিয়ে থাকার পর নুরুল হক (৪০) নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে বিশ্বনাথ থানা পুলিশ। সে উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল মাখারগাঁও গ্রামের মৃত হাসান আলীর ছেলে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে সিলেট শহরের বন্দর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে সিলেট কোতোয়ালী থানায় দুটি ও বিশ্বনাথ থানায় একটি সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এরমধ্যে বিশ্বনাথ থানায় দায়েরকৃত সিআর ৫৩/১৫ নং মামলায় তার বিরুদ্ধে ৬ মাসের সাজাসহ ও ৩ লাখ ৭০হাজার টাকার অর্থদণ্ড রয়েছে।

সিলেট কোতোয়ালী থানায় দায়েরকৃত ১৫৯২/১৭ নং সিআর মামলায় ১১ লাখ টাকার অর্থদণ্ডসহ ১০মাসের সাজা রয়েছে। তাছাড়া একই থানায় গ্রেপ্তারি পরোয়ানা জারির অপর মামলা নং (১৫৯২/১৭)। ওই তিন মামলায় তার বিরুদ্ধে ১৩ লাখ ৭০হাজার টাকার অর্থদণ্ড ও ১৬ মাসের সাজা রয়েছে।

গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা বলেন, ১৩ লাখ ৭০হাজার টাকার অর্থদণ্ড ও ১৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি নুরুলহক প্রায় ১৬ মাস ধরে পলাতক ছিল।

আপনার মন্তব্য

আলোচিত