মাধবপুর প্রতিনিধি

০২ সেপ্টেম্বর, ২০১৯ ২০:০৪

মাধবপুরে আইনশৃঙ্খলা উন্নতি ও মাদক বিরোধী সভা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ ও তেলিয়াপাড়া স্টেশন বাজার কমিটির উদ্যোগে আইন শৃঙ্খলার উন্নতির লক্ষ্যে মাদক বিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) ৬নং শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ কে. এম. আজমিরুজ্জজামান।

প্রধান অতিথির বক্তব্যে ওসি কে এম আজমিরুজ্জামান সকলের সহায়তা কামনা করে বলেন, মাদক ব্যবসায়ীদের পক্ষে কেউ কখনো আদালতে সাক্ষী দিবেন না। তেলিয়াপাড়ায় কোন অপরিচিত মানুষ কিংবা অপরিচিত মোটর সাইকেল আসলে মোটর সাইকেল আরোহীদের জিজ্ঞাসাবাদ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের পাশাপাশি গ্রামে গ্রামে অন্তত ৪/৫ জন যেন পাহারা দিতে হবে। সঠিক পরিচয় না জেনে কাউকে বাসা ভাড়া দিবেন না এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করার আহবান জানান তিনি।

উল্লেখ্য গত শুক্রবার রাতে চুরি ডাকাতি ও মাদক চোরাচালান প্রতিরোধে তেলিয়াপাড়া নোয়াহাটিতে রাত্রিকালীন চেকপোস্ট বসানো হয়েছে।

উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন, শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল আলম চৌধুরী। তিনি বলেন, যেভাবেই হোক আমাদের শাহজাহানপুর ইউনিয়নকে নিরাপদ রাখতে হবে এবং শাহজাহানপুর ইউনিয়নকে মাদকমুক্ত রাখতে হবে।

অনুষ্ঠান সঞ্চালক ছিলেন, তেলিয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ  দুলাল। এছাড়াও বক্তব্য দেন আওয়ামী যুবলীগ ৬ নং শাহজাহানপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদদীন, শাহজাহানপুর ইউনিয়ন শাখার ছাত্রলীগ সভাপতি জমির উদ্দিন, সাংবাদিক শংকর পাল সুমন, লস্করপুর ভেলির সভাপতি বাবু রবীন্দ্র গৌর, তেলিয়াপাড়া বাগানের সভাপতি বাবু খুকন পান তাতি, তেলিয়াপাড়া বাজার কমিটির সহ সভাপতি ফজল মিয়া, মাধবপুর থানা আওয়ামী লীগ সদস্য বাবু প্রদীপ গৌর সহ আরো অনেকেই।

আপনার মন্তব্য

আলোচিত