তাহিরপুর প্রতিনিধি

০৪ অক্টোবর, ২০১৯ ২১:২৭

তাহিরপুরে ভারতীয় মদ ও নাসির বিড়িসহ নৌকা আটক

সুনামগঞ্জের তাহিরপুর ও দোয়ারা বাজার উপজেলা সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ,নাসির বিড়ি আটক করা হয়েছে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৪লাখ ৩৭হাজার চার শত টাকা।

স্থানীয় এলাকাবাসী ও জেলার সচেতন মহল জানান, জেলার বিভিন্ন সীমান্তে প্রতিদিনেই ভারতীয় নিষিদ্ধ পণ্য আটক করা হলেও ধরাছোঁয়ার বাহিরে থেকে যাচ্ছে চোরাচালানীরা।
 
বিজিবি জানায়, জেলার তাহিরপুর উপজেলার চাঁনপুর বিওপির টহল দল ৪ অক্টোবর ভোর রাতে উপজেলাধীন ৪নং উত্তর বড়দল ইউনিয়নের বারিকটিলা নামক স্থান থেকে ২,৫২, হাজার পিস ভারতীয় নাসির বিড়ি আটক করে। যার মূল্য ৪ লাখ ২৮ হাজার ৪০০টাকা।

অপর দিকে, একেই ক্যম্পের অপর একটি টহল দল বারিকটিলা থেকে ৬বোতল ভারতীয় মদ আটক করে যার মূল্য ৯ হাজা টাকা।

মোঃ মাকসুদুল আলম পরিচালক অধিনায়ক সুনামগঞ্জ ব্যাটালিয়ন(২৮ বিজিবি)জানান, আটককৃত ভারতীয় মদ ও বিড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য

আলোচিত